শেষ আপডেট: 5th March 2025 19:04
দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় ক্রিকেট দল দুর্দান্ত পারফরম্যান্স করছে। এই পারফরম্যান্সের পিছনে রোহিত শর্মার ক্যাপ্টেন্সির অবদান অনস্বীকার্য। আর এই দুর্দান্ত অধিনায়কত্বের জন্য রোহিত শর্মাকে প্রশংসায় ভরিয়ে দিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ।
কাইফ নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে তিনি বলেছেন, 'অধিনায়ক হলে রোহিত শর্মার মতই হওয়া দরকার। গত ৪ আইসিসি টুর্নামেন্টের মধ্যে তিনবারই টিম ইন্ডিয়াকে তিনি ফাইনালে তুলে নিয়ে গিয়েছেন। ২০২২-এ তাঁকে অধিনায়কের পদে বসানো হয়। প্রথমবার দল হারল। এরপর ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে তিনি টিম ইন্ডিয়াকে নিয়ে যান। ২০২৪-য়ে বিশ্বকাপ জেতান। ২০২৫ সালে আরও একবার টিম ইন্ডিয়া ফাইনালের টিকিট কনফার্ম করে ফেলেছে।'
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, গত মঙ্গলবার (৪ মার্চ) চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল ম্যাচ খেলতে নেমেছিল টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়াকে তারা ৪ উইকেটে হারিয়ে দেয়। এই পরিস্থিতিতে আগামী রবিবার ফাইনাল ম্যাচ খেলতে নামবে ভারত। দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্য়ান্ডের মধ্যে কোন দল ফাইনালে ওঠে, সেটাই আপাতত দেখার।
কাইফ আরও যোগ করেছেন, 'অধিনায়ক হিসেবে রোহিত শর্মা সবার আগে নিজের দলটা গুছিয়ে নেন। উনি আগেই জানিয়ে দিয়েছিলেন যে দুবাইয়ের উইকেটে পাঁচজন স্পিনার লাগবে। চারজনকে খেলিয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তো বরুণকেও খেলাল। ওই ম্যাচে ও পাঁচ উইকেট শিকার করেছিল। সেমিফাইনাল ম্যাচেও ট্রাভিস হেডকে আউট করল। ইতিপূর্বে, ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজেও চারজন স্পিনার ও নিয়ে গিয়েছিল। সবাই রোহিতের এই সিদ্ধান্তের বিপক্ষে সওয়াল করেছিলেন। রোহিত স্পষ্ট জানিয়ে দেন যে আমাদের এটাই দরকার। পরিকল্পনার দিক থেকে রোহিত শর্মা আপাতত ক্রিকেট বিশ্বের এক নম্বর অধিনায়ক।'
উল্লেখ্য, কয়েকদিন আগে কংগ্রেস নেত্রী শামা মহম্মদ রোহিত শর্মাকে মোটা বলে অপমান করেছিলেন। তিনি স্পষ্ট বলেন যে ভারতীয় ক্রিকেটের বাকি অধিনায়কদের তুলনায় রোহিত শর্মার মধ্যে কোনও যোগ্যতাই নেই। এই মন্তব্যের পর গোটা দেশজুড়ে সমালোচনার ঝড় উঠেছিল। এমনকী, এই বিতর্কিত মন্তব্যের কারণে রাহুল গান্ধীকেও কটাক্ষের মুখে পড়তে হয়। এরইমধ্যে আবার কাইফের প্রশংসা সেই বিতর্ককেই আরও একবার উসকে দিল।
দেখে নিন সেই ভিডিও:
Rohit sharma is a true leader. India have won 26 out of 29 matches in ICC Tournaments under Rohit’s captaincy.#ChampionsTrophy2025 #AUSvIND #CricketWithKaif11 pic.twitter.com/3Okbd5O5em
— Mohammad Kaif (@MohammadKaif) March 4, 2025
মহম্মদ কাইফ বললেন, 'রোহিত শর্মার মতো অধিনায়ক, আর একটা খুঁজে পাওয়া যথেষ্ট কঠিন। দুর্দান্ত ব্যাটিং করেন। ওপেন করে রানের আবহ তৈরি করে দেন। রোহিত আসলে প্লেয়ার্স ক্যাপ্টেন। অসাধারণ অধিনায়ক। ভাই রোহিত, তোমার ক্যাপ্টেন্সি দেখে সত্যিই খুব ভাল লাগছে।'