শেষ আপডেট: 4th February 2025 20:06
দ্য ওয়াল ব্যুরো: আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি। এই নিয়ে তৃতীয়বার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নামছেন রোহিত শর্মা। যদিও অধিনায়ক হিসেবে এই প্রথমবার তিনি এই মাইলফলক স্পর্শ করবেন। যদি ভারতীয় ক্রিকেট দল এই টুর্নামেন্টে জয়লাভ করতে পারে, তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে টিম ইন্ডিয়া সবথেকে সফল দল হিসেবে নিজেদের নাম লেখাতে পারবে। তবে রোহিতের সামনে এমন একটি সুবর্ণ সুযোগ রয়েছে যা কাজে লাগাতে পারেননি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং মহেন্দ্র সিং ধোনিও। ভারতের এই দুই ক্রিকেটার ইতিপূর্বে টিম ইন্ডিয়াকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু, একবারও খেতাব জেতাতে পারেননি।
ভারতের ষষ্ঠ ক্রিকেটার হিসেবে রোহিত শর্মা টিম ইন্ডিয়াকে আইসিসি-র এই মেগা ইভেন্টে নেতৃত্ব দিতে চলেছেন। ইতিপূর্বে মহম্মদ আজহারউদ্দিন (১৯৯৮), সৌরভ গঙ্গোপাধ্যায় (২০০০, ২০০২ এবং ২০০৪), রাহুল দ্রাবিড় (২০০৬), মহেন্দ্র সিং ধোনি (২০০৯ এবং ২০১৩) এবং বিরাট কোহলি (২০১৭) টিম ইন্ডিয়াকে এই টুর্নামেন্টে নেতৃত্ব দিয়েছিলেন। প্রসঙ্গত, ২০০২ সালে শ্রীলঙ্কার সঙ্গে যুগ্মভাবে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জয় করেছিল। ফাইনাল ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে যায়। আর দ্বিতীয়বার টিম ইন্ডিয়া ২০১৩ সালে জিতেছিল এই খেতাব। তবে সৌরভ (২০০২) এবং ধোনি (২০১৩) কেউই প্রথম প্রচেষ্টায় চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জিততে পারেননি।
কিন্তু, সেই সুযোগটা এবার রোহিতের সামনে রয়েছে। ভারতীয় ক্রিকেট দলের প্রথম অধিনায়ক হিসেবে রোহিত প্রথম প্রচেষ্টাতেই চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জিততে পারেন। ৩৭ বছর বয়সি এই ক্রিকেটারের সামনে এরথেকে স্বস্তির খবর আর কিছু হতে পারেনি। উল্লেখ্য, ২০২৪ সালে রোহিত শর্মার নেতৃত্বেই টি-২০ ক্রিকেট বিশ্বকাপের খেতাব জয় করেছিল।
যদিও আন্তর্জাতিক ক্রিকেটে টিম ইন্ডিয়ার সাম্প্রতিক ফর্ম একেবারে নজর কাড়তে পারেনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ৩-১ ব্যবধানে হারার পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তারা উঠতে পারেনি। ১৯৯৭ সালের পর এই প্রথমবার টিম ইন্ডিয়া শ্রীলঙ্কার বিরুদ্ধেও একদিনের ক্রিকেট সিরিজ হেরে গিয়েছে। সত্যি কথা বলতে কী, ২০২৪ টি-২০ ক্রিকেট বিশ্বকাপ জয়ের পর টিম ইন্ডিয়া আর নজর কাড়তেই পারেনি। তবে আইসিসি-র এই মেগা ইভেন্টে টিম ইন্ডিয়া তার হারানো ফর্ম আবার ফিরে পায় কি না, সেদিকেই আপাতত সবাই তাকিয়ে রয়েছে। সেটা যদি করতে পারে, তাহলে রোহিত শর্মা অনায়াসেই সৌরভ গঙ্গোপাধ্যায় এবং মহেন্দ্র সিং ধোনির রেকর্ড ভেঙে দিতে পারবেন।