শেষ আপডেট: 9th March 2025 23:51
শরীর নিয়ে একটু-আধটু রসিকতা চলেই। 'নাটা', 'ঢ্যাঙ্গা', 'কেল্টু', 'টেকো' কিংবা 'আলু' —এ রকম অনেক স্বরোচিত শব্দই কিছু মানুষ মৌজমস্করার ছলে বলেই থাকেন। আমি-আপনি কোন ছাড়, উঁচু দাঁত নিয়ে খোদ রোনাল্ডিনহোকেও কথা শুনতে হয়েছে। তাছাড়া সচিন বেঁটে, কাজল-বিপাশারা কালো তো ছিলেনই। সদ্য সেই তালিকায় নয়া সংযোজন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা। রবিবাসরীয় সন্ধেয় যিনি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতালেন দলকে। নিজেও জিতলেন। দেশবাসীর হৃদয়।
ক'দিন আগে এই রোহিতকেই ‘আনইমপ্রেসিভ’ বলে বর্ণনা করেছিলেন কংগ্রেস মুখপাত্র শামা মহম্মদ। টুইট করেছিলেন, 'রোহিত শর্মা খেলোয়াড় হিসেবে বেশ মোটা। তাঁর ওজন কমানো উচিত।'
ইয়ে তো বহত দূর কি বাত, রাজনীতির সমীকরণ যাই হোক, ক্রিকেটের ময়দানে কংগ্রেস মুখপাত্রের পাশে দাঁড়িয়েছিলেন তৃণমূলের বর্ষীয়ান নেতা তথা সাংসদ সৌগত রায়ও। ‘মোটা’ বলে সম্বোধন করে যাঁর অধিনায়কত্ব নিয়ে একের পর এক প্রশ্ন ছুড়ে বিতর্ক উস্কে দিয়েছেন কংগ্রেস নেত্রী সেই রোহিতকে নিয়ে সাংসদ বলেন, 'আমি শুনেছি রোহিত শর্মার পারফরম্যান্স বেশ খারাপ। ও একটিমাত্র সেঞ্চুরি করেছে। কিন্তু তা বাদ দিয়ে ২,৩,৪,৫ রান করেই আউট হয়েছে। ওর সত্যি দলে থাকা উচিত নয়। ভারত জিতছে ঠিকই। কিন্তু তার কারণ বাকি ক্রিকেটার ভাল খেলছে। অথচ অধিনায়ক কোনও ভূমিকাই পালন করছেন না।'
সব উত্তর রোহিত খাতায়-কলমে দেননি। ধারই ধারেননি উত্তর দেওয়ার। কিন্তু কিছুক্ষণ আগে যখন চ্যাম্পিয়নস ট্রফির ধবধবে সাদা ব্লেজারটা ভারতীয় অধিনায়ক গায়ে চাপালেন, তখনই খানিকটা যেন 'অপারেশন প্রঘাত' হয়ে গেল দুবাইয়ের মাঠে। অধিনায়কের থলথলে শরীরে শুভ্র পোশাকের ছটা বুঝিয়ে দিল, কোনও ব্যঙ্গ তাঁর উপর দাগ কাটতে পারেনি। শরীর বা মন, ওই ব্লেজারের মতোই শুভ্র।
কিন্তু মজাটা অন্য জায়গায়। দুরন্ত জয়ের পরে, কটূক্তি করা সেই কংগ্রেস মুখপাত্রই তাঁর এক্স হ্যান্ডেলে রোহিতের ভূয়সী প্রশংসা করলেন। টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানালেন। লিখলেন, 'চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনবদ্য পারফরম্যান্সের জন্য টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা। যেভাবে ৭৬ রানের অনবদ্য ইনিংস খেলে রোহিত শর্মা জয়ের ভিত গড়ে দিলেন, তাঁকে কুর্নিশ। শ্রেয়স আইয়ার, কেএল রাহুলরাও ভাল ইনিংস খেলেছেন।'
সেই ২০১১ সাল। ভারতে বিশ্বকাপ এসেছিল। বহু যোজন দূরে বসে খেলা দেখছিলেন এই রোহিত শর্মা। সেদিনের দল থেকে ছেঁটে পড়া রোহিতের হাত ধরেই ফের বিশ্বকাপের দোরগোড়ায় পৌঁছয় ভারত। তাঁর নেতৃত্বেই একের পর এক খেতাব জেতে মেন ইন ব্লু। রগড়ের পাত্র 'থলথলে' সেই 'মোটা' রোহিতেরই মুকুটে নব্য সংযোজন চাম্পিয়ন্স ট্রফির পালক!
মুচকি হেসে বলুন দেখি, তুলনারহিত নয় কি?