শেষ আপডেট: 6th March 2025 19:57
দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ আইসিসি চ্য়াম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে লড়াই হবে। এই মহাযুদ্ধে টিম ইন্ডিয়ার যাবতীয় ভরসা রোহিত শর্মা এবং বিরাট কোহলির দিকে তাকিয়ে রয়েছে। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে যথেষ্ট ভাল ছন্দে রয়েছেন বিরাট কোহলি। পাকিস্তানের বিরুদ্ধে তিনি দুরন্ত শতরান করেছেন। এছাড়া সেমিফাইনাল ম্যাচে তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮৪ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস উপহার দিয়েছেন।
অন্যদিকে, এই টুর্নামেন্টের শুরুটা বেশ ভালই করেছিলেন রোহিত শর্মা। কিন্তু, এখনও পর্যন্ত তিনি বড় কোনও ইনিংস উপহার দিতে পারেননি। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট সমর্থকরা আশা করছেন যে ফাইনালে অন্তত অধিনায়কের ব্যাট থেকে বড় রান বেরিয়ে আসবে। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের এই দুই ব্যাটার ইতিপূর্বে কেমন পারফরম্যান্স করেছিলেন, আসুন সেই ব্যাপারে আলোচনা করা যাক।
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে রোহিত শর্মা - বিরাট কোহলির পারফরম্যান্স
বিরাট কোহলি এবং রোহিত শর্মা দুজনেই এখনও পর্যন্ত ২ বার করে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলেছেন। রোহিত শর্মা চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে এখনও পর্যন্ত ২ ম্যাচ খেলেছেন। এরমধ্যে মাত্র ২৯ রান করেছেন তিনি। ২০১৭ সালের ফাইনালে রোহিত শূন্য রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন। এছাড়া ২০১৩ সালের ফাইনাল ম্যাচে তিনি মাত্র ৯ রান করেই আউট হয়ে যান।
এবার বিরাট কোহলির কথায় আসা যাক। চ্যাম্পিয়ন্স ট্রফির ২ ফাইনাল ম্যাচে তিনি মোট ৪৬ রান করেছেন। ২০১৩ সালে আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে ৩৪ বলে ৪৩ রান করেন। কিন্তু, ২০১৭ সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে তিনি ৯ বলে মাত্র ৫ রান করে আউট হয়ে যান।
ভারতীয় ক্রিকেট সমর্থকরা এই ম্যাচটি স্টার স্পোর্টস হিন্দি, স্পোর্টস ১৮ নেটওয়ার্ক এবং ডিডি স্পোর্টস চ্যানেলে লাইভ দেখতে পাবেন। এই গুরুত্বপূর্ণ ম্যাচে টিম ইন্ডিয়ার ফ্যানরা রোহিত শর্মা এবং বিরাট কোহলির দিকেই তাকিয়ে রয়েছেন। আশা করা হচ্ছে, এবার চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব ভারতই জিতবে।