শেষ আপডেট: 18th May 2024 21:01
দ্য ওয়াল ব্যুরো: যেতে নাহি দিব! রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স ছাড়ার আগে যেন এমনই বার্তা মুম্বই ইন্ডিয়ান্সের আধিকারিকদের। তাঁরা বড় ভুল করেছিলেন হার্দিক পান্ডিয়াকে দলের দায়িত্ব দিয়ে। তাতেই শিবিরের মধ্যে ভাঙন স্পষ্ঠ হয়ে গিয়েছিল। সেই ভাঙনের প্রভাব পড়েছে দলের খেলায়।
চলতি আইপিএলে শেষ গ্রুপ ম্যাচেও লখনউয়ের কাছে ১৮ রানে হেরেছে মুম্বই। তাদের এই নিয়ে চলতি আসরে ১০টি হার, ১৪টি ম্যাচের মধ্যে। মাত্র চারটি ম্যাচে তারা জিতেছে। শেষ করেছে তালিকার একেবারে শেষে।
সেই নিয়ে মুম্বই সমর্থকদের মধ্যে ক্ষোভ। তাঁরা শুরু থেকেই দাবি জানিয়ে এসেছেন, এই দলের নেতৃত্ব রোহিতের হাতে ফিরিয়ে দেওয়া হোক। কিন্তু মুম্বই মালিকরা নিজেদের গোঁ বজায় রেখেছিলেন। কিন্তু শেষ ম্যাচে এসে আসরে নামতে হল মুম্বই ইন্ডিয়ান্সের মালকিন তথা রিলায়েন্স কর্তী নীতা আম্বানিকে। তিনি খেলা শেষে প্রাক্তন অধিনায়ক রোহিতের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন। বোঝাই গিয়েছে, দলের কোথায় সমস্যা ছিল। কেন তিনি এই দল ছেড়ে চলে যেতে চান, সেগুলি জেনেছেন মনে করা হচ্ছে।
রোহিত কেকেআরের বিরুদ্ধে খেলতে এসে ইডেনেই নিজের অভিমানের কথা বলেছিলেন। সেইসময়ই বোঝা গিয়েছিল মুম্বই দল নিয়ে তিনি উৎসাহ হারিয়েছেন। সেটি আন্দাজ করেই নীতা তাঁর সঙ্গে কথা বলেছেন। আলোচনার একেবারে শেষে এসে হাজির হন নীতার ছেলে আকাশও, যিনি অন্যতম কর্তা দলের। তিনিও তাঁদের সঙ্গে আলোচনায় অংশ নেন। হার্দিকের অধিনায়কত্বে মুম্বই হতশ্রী ফল করেছে। অথচ তাঁকে গুজরাত দল থেকে অনেক আশা করে এনে দলের অধিনায়ক পদ দেন নীতা-আকাশরা।
রোহিত অবশ্য শেষ ম্যাচেও দারুণ ইনিংস খেলেছেন, তাঁর ব্যাট থেকে এসেছে ৩৮ বলে ৬৮ রান। ইনিংসে ছিল ১০টি চার ও তিনটি ছক্কা। দল তারপরেও হেরেছে। হার্দিকের নেতৃত্ব অনেকেই এবার দলে মানতে চাননি। বিদেশিরা অবশ্য তাঁর পক্ষে ছিলেন। সেটি খেয়াল করেছেন মুম্বই আধিকারিকরা।
সবচেয়ে বড় কথা, হার্দিক পরেরবছরেও দলের অধিনায়ক থাকলে রোহিতের সঙ্গে যশপ্রিৎ বুমরা ও সূর্যকুমার যাদবও দল ছেড়ে দেবেন, সেটিও নীতা আম্বানিদের কানে গিয়েছে।