শেষ আপডেট: 3rd September 2021 18:49
দ্য ওয়াল ব্যুরো: ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে চলতি টেস্টে ঘুরে দাঁড়াতে চাইছে টিম ইন্ডিয়া। দ্বিতীয় ইনিংসে দিনের শেষে ভারতীয় দল বিনা উইকেটে করেছে ৪৩ রান। উইকেটে রয়েছেন ওপেনার রোহিত শর্মা (২০) ও লোকেশ রাহুল (২২)। ভারত পিছিয়ে রয়েছে ৫৬ রানে। রোহিত সেই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করল। ইংল্যান্ডকে প্রথম ইনিংসে ২৯০ রানে আটকে রাখার কৃতিত্ব দাবি করতে পারেন ভারতের পেস বোলাররা। বিশেষ করে অভিজ্ঞ উমেশ যাদব, তিনি এতদিন বসে ছিলেন, সুযোগ পাননি। ফিরে এসে তিন উইকেট নিলেন। সবচেয়ে দামি উইকেট জো রুটকে মাত্র ২১ রানেই প্যাভিলিয়ানের রাস্তা দেখিয়ে দেন তিনি। তাতেই প্রথম দিন নড়বড়ে হয়ে পড়ে ইংলিশ টপ অর্ডার। https://twitter.com/BCCI/status/1433837035727605763 দ্বিতীয় দিন দলের হাল ধরেন মিডল অর্ডার ব্যাটসম্যানরা। পোপ, বেয়ারস্টো, মঈন আলি, ক্রিস ওকসরা বেশ খানিকটা এগিয়ে দেন ইংল্যান্ড। তবে ভারতীয় পেস ঝড় তাড়া করে বেরিয়েছে সর্বক্ষণ। একটা সময় যেভাবে উইকেট পড়ছিল, তাতে মনে হচ্ছিল ২০০ রানের গণ্ডি পেরোতে পারবে ইংল্যান্ড। তবে চাপের মুখে ভরসার মুখ হয়ে ওঠেন পোপ-মঈন আলি। আরও পড়ুন: শেষ ওভারে রুদ্ধশ্বাস ম্যাচ জিতে ফের নিউজিল্যান্ডের ঘুম কাড়ল বাংলাদেশ উমেশের পাশে বুমরা ও শামি দুটি করে উইকেট নিয়েছেন। শামির আবার শনিবার জন্মদিন। তাঁকে শুভেচ্ছা জানান সতীর্থরা। এবার দলের দায়িত্ব নিতে হবে ব্যাটসম্যানদের। প্রথম ইনিংসের ব্যর্থতা আবারও যদি দ্বিতীয় ইনিংসে সঙ্গী হয়, তা হলে ফের ম্যাচ হারবে ভারতীয় দল। তাতে সিরিজ জয়ের আশা তো নষ্ট হবেই, বরং আরও লজ্জার সামনে পড়বে কোহলির দল। সংক্ষিপ্ত স্কোর: ভারত ১ম ইনিংস: ১৯১/১০ (শার্দূল ৫৭, বিরাট ৫০, ক্রিস ওকস ৪/৫৫, রবিনসন ৩/৩৮); ইংল্যান্ড ১ম ইনিংস: ২৯০/১০ (পোপ-৮১, ওকস-৫০, উমেশ ৩/৭৬) ভারত ২য় ইনিংস: ৪৩/০ (রোহিত-২০*, রাহুল-২২*); দ্বিতীয় দিনের শেষে ভারত পিছিয়ে ৫৬ রানে পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'