শেষ আপডেট: 10th February 2025 17:28
দ্য ওয়াল ব্যুরো: টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না ভবিষ্যদ্বাণী করেছেন, খুব শীঘ্রই রোহিত শর্মার ৩৩ নম্বর ওয়ানডে সেঞ্চুরিটা আসবে। উল্লেখ্য, গত রবিবার (৯ ফেব্রুয়ারি) কটকের বরাবাটি স্টেডিয়ামে রোহিতের ব্যাট থেকে একটি বিধ্বংসী শতরান বেরিয়ে আসে। পাশাপাশি তাঁর ব্যাটে রানের খরাও কেটে যায়। এই ম্যাচের আগে ক্রিকেটের তিনটে ফরম্যাট মিলিয়ে গত ১৬ ইনিংসে রোহিত মাত্র ১৬৬ রান করেছিলেন। এমনকী, চলতি ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে উইকেট হারানোর পর সমর্থকরাও তাঁকে নিয়ে মজা করতে শুরু করেছিলেন।
কিন্তু, কটকে একেবারে অন্য রোহিত শর্মাকে দেখতে পাওয়া গেল। ইংরেজ বোলারদের জমিয়ে ক্লাস নিলেন তিনি। এই ম্যাচে তিনি মাত্র ৭৬ বলে শতরান করেন। আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে এই নিয়ে তিনি ৩২ নম্বর শতরান করে ফেললেন। শেষ পর্যন্ত ১১৯ রানে আউট হয়ে যান। রোহিতের এই ইনিংসে ১২ চার এবং ৭ ছক্কা রয়েছে। রোহিতের এই শতরানের দৌলতে টিম ইন্ডিয়া ৪ উইকেটে জয়লাভ করে। রোহিতের এই কামব্যাক দেখে যারপরনাই উচ্ছ্বসিত সুরেশ রায়না। স্টার স্পোর্টসে ম্যাচ নিয়ে আলোচনার সময় তিনি বললেন, ‘রোহিতের স্ট্রোক-প্লে সত্যিই যথেষ্ট প্রশংসনীয়। বিশেষ করে স্পিনারদের বিরুদ্ধে ওর ফুটওয়ার্ক দেখার মতো।’
সঙ্গে তিনি আরও যোগ করলেন, ‘রোহিত ৬৯ মিটারের যে ছক্কাটা হাঁকিয়েছিল, তা সত্যিই প্রশংসনীয়। প্রত্যেকটা শট V অঞ্চলের মধ্যেই ও মেরেছে। এটাই একজন বড় ক্রিকেটারের উদাহরণ। সেটা ও আজ আরও একবার স্পষ্ট করে দিয়েছে। বিশেষ করে স্পিনারদের বিরুদ্ধে ওর ফুটওয়ার্ক অসাধারণ। প্রত্যেকটা চার-ছক্কা হাঁকানোর পর খুব অল্পই ডট বল খেলেছে। অনেক বেশি করে স্ট্রাইক রোটেশনের উপর মনোনিবেশ করেছে।’
প্রসঙ্গত, নাগপুর ওয়ানডে ম্যাচে ব্যর্থতার পর রায়না জানিয়েছিলেন যে কটকেই রোহিত কামব্যাক করতে পারবে। টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার জানিয়েছেন, কটকে রোহিতকে একেবারে আলাদা মেজাজে দেখতে পাওয়া গেল। রায়নার কথায়, রোহিতের মতো একজন বড় মাপের ক্রিকেটার সিরিজ ফাইনালের জন্য অপেক্ষা করে না। আর সেকারণেই দ্বিতীয় ম্যাচে তিনি যাবতীয় কাজ মিটিয়ে ফেলেন।
রায়না বলেন, ‘আমি আগেই বলেছি যে আজকের দিনটা রোহিত শর্মারই। কটকে ওকে একটা আলাদা মেজাজে দেখতে পাওয়া যাচ্ছে। দুর্দান্ত ফিল্ডিং করেছে। এভাবেই বড় ক্রিকেটাররা গুরুত্বপূর্ণ ম্যাচে জ্বলে ওঠে। সেকারণে রোহিত অহমেদাবাদের জন্য কোনওকিছু ফেলে রাখেনি। আমি বলছি, রোহিতের ৩৩ নম্বর শতরানটা খুব তাড়াতাড়িই আসবে।’
আগামী ১২ ফেব্রুয়ারি এই সিরিজের শেষ ম্যাচটা খেলতে নামবে ভারত এবং ইংল্যান্ড।