শেষ আপডেট: 10th March 2025 11:55
দ্য ওয়াল ব্যুরো: প্রেস কনফারেন্স (Press Conference) সবে শেষ হয়েছে। সাংবাদিকরা প্রশ্নবাণের বদলে প্রশ্নমালাই সাজিয়ে দিয়েছিলেন। নিরুপদ্রব সম্মেলন। কোনও ঝুটঝামেলাই ছিল না।
সবাই যখন ওঠার তোড়জোড় করছে, সেই সময় রোহিত (Rohit Sharma) মাইকটা মুখের সামনে বাড়িয়ে নিলেন আর স্পষ্ট গোটা গোটা শব্দে উচ্চারণ করে জানালেন, ‘আরেকটা কথা। আমি ক্রিকেটের এই ফরম্যাট থেকে অবসর নিচ্ছি না। এটা বলছি স্রেফ গুজব আটকাতে। যাতে সেটা আরও বেশি করে ছড়িয়ে না যায় সেটা নিশ্চিত করতে।‘
আর এভাবেই গত কয়েক দিন ধরে গুঞ্জরিত জল্পনায় পাকাপাকিভাবে জল ঢাললেন ভারত অধিনায়ক।
চলতি টুর্নামেন্টের (ICC Champions Trophy) আগাপাশতলা জুড়ে চর্চায় থেকেছে রোহিতের ওয়ান ডে ভবিষ্যৎ। অনেকেই ভেবেছিলেন, এবার ট্রফি জেতার পর নেতৃত্ব থেকে অব্যহতি চাইবেন টিম ইন্ডিয়ার (Team India) অধিনায়ক। ঠিক যেভাবে গত বছর জুন মাসে বার্বাডোজে বিশ্বকাপ জিতে টি-২০ ফরম্যাট থেকে অবসর নেন তিনি।
একই কথা ঘুরপাক খেতে থাকে কোহলিকে (Virat Kohli) ঘিরেও। চলতি টুর্নামেন্টে ২১৮ রান করেছেন বিরাট, একটি সেঞ্চুরি সমেত। রোহিতের মতো তিনিও বার্বাডোজে বিশ্বজয়ের পরই টি-২০ থেকে সরে দাঁড়ান। এই কারণে সংবাদমাধ্যমে জল্পনা ছড়িয়ে পড়ে: তবে কি এবারও দুই তারকা ক্রিকেটার চাম্পিয়ন্স ট্রফি জিতে ওয়ান ডে থেকে একই সঙ্গে অবসর নেবেন?
বিরাট আপাতত এই নিয়ে মুখ না খুললেও গতকাল রোহিত স্পষ্ট জানিয়ে দিলেন তিনি কোথাও যাচ্ছেন না। দেশের হয়ে ফের নীল জার্সি গায়ে সাদা বলের ক্রিকেট খেলতে নামবেন তিনি।
উল্লেখ্য, সাংবাদিকরা অবসর নিয়ে সরাসরি প্রশ্ন না করলেও একজন ঘুরিয়ে জিজ্ঞেস করেছিলেন, ‘ভবিষ্যৎ পরিকল্পনা কী?’ সওয়ালের জবাবে রোহিত ঘুরপথে না গিয়ে স্ট্রেট ড্রাইভ করে বলেন, ‘আগামি দিনের প্ল্যান? আপাতত কোনও প্ল্যান নেই। যেটা চলছে সেটাই চলবে।‘ তখন স্পষ্ট ভাষায় কিছু না বললেও পরে স্বঘোষিত বয়ানে ভারত অধিনায়ক নিজে থেকেই জানিয়ে দেন, তিনি একদিনের ক্রিকেট থেকে অবসর নেবেন না।