শেষ আপডেট: 2nd April 2024 14:44
দ্য ওয়াল ব্যুরো: আইপিএলের ভরা বাজারে ভারতীয় টেনিসে ফের একটি স্মরণীয় ঘটনা ঘটল। চলতি বছরের গোড়ার দিকে জানুয়ারি মাসে অস্ট্রেলিয়ান ওপেনের ডাবলসে চ্যাম্পিয়ন হয়েছিলেন রোহন বোপান্না। বয়স যে তাঁর কাছেও স্রেফ একটি সংখ্যা, সেটি প্রমাণ করেছিলেন ভারতীয় টেনিসের অক্লান্ত সেবক।
এবার মিয়ামি ওপেনে খেতাব পেলেন ৪৪ বছরের রোহন। তাঁর অস্ট্রেলীয় সঙ্গী ম্যাথু এবডেনকে জুটি বেঁধে বোপান্না জিতলেন এটিপি ক্রম তালিকার এই সর্বোচ্চ টেনিসের আসর। এই ইন্দো-অস্ট্রেলিয়ান জুটি ফাইনালে হারালেন ইভান ডগিচ ও অস্ট্রিন ক্রাইজেককে ৬-৭ (৩), ৬-৩, ১০-৬ সেটে। প্রথম সেট হারলেও তাঁরা পরের দুটি সেটে উড়িয়ে দিয়েছেন বিপক্ষকে।
এই জয়ের ফলে ফের বিশ্বে ডাবলস ক্রম তালিকায় রোহন শীর্ষ স্থানে চলে গেলেন। এটি এক বিশেষ নজির। টুর্নামেন্টে পাঁচটি ম্যাচের মধ্যে তিনটিতে জিতে চ্যাম্পিয়ন হলেন বোপান্নারা। এই জয়ের ফলে ভারতীয় মুদ্রায় প্রায় আড়াই কোটি টাকা পেলেন ভারতীয় টেনিস তারকা।
এই নিয়ে রোহনের এটি দ্বিতীয় এটিপি মাস্টার্স টেনিসে চ্যাম্পিয়ন হওয়া। জানুয়ারিতেই তিনি জিতেছিলেন ইন্ডিয়ান ওয়েলস টেনিসে। আরও অবাক করা বিষয় হল, বিশ্ব ক্রম তালিকায় রোহন একে, দুইয়ে রয়েছেন তাঁরই ডাবলস পার্টনার এবডেন।
ভারতীয় টেনিস তারকা হিসেবে এর আগে ২০১২ সালে মিয়ামি ওপেন জিতেছিলেন লিয়েন্ডার পেজ। তারপরে এক যুগে কেউই এ খেতাব জিততে পারেননি। রোহন সেদিক থেকে বিশেষ কৃতিত্ব দেখালেন। তিনি জিতলেন ১০০টি মাস্টার্স ওপেন ম্যাচও।