শেষ আপডেট: 10th August 2022 03:18
দ্য ওয়াল ব্যুরো: শিলিগুড়ি (Siliguri) মানে ছিল টেবল টেনিসের আঁতুড়ঘর। এই শহর থেকে বাঘা বাঘা টিটি তারকা উঠে এসেছেন। বলা হয়, শিলিগুড়ির প্রতি ঘরে টেবল টেনিস বোর্ড রয়েছে।
আবার শিলিগুড়ি ইস্টবেঙ্গলেরও শহর, উত্তরবঙ্গের এই 'রাজধানী' শহরে ফুটবলপাগল মানুষের ভিড় রয়েছে। কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গনে খেলা হলে গ্যালারিতে উপচে পড়েন দর্শকরা। এই মাঠে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের একাধিক ম্যাচ হয়েছে।
এমনকি এই মাঠে হয়ে গিয়েছে নেহরু গোল্ড কাপ ও দার্জিলিঙ গোল্ড কাপের মতো টুর্নামেন্ট। এবার এই শহরে আরও একটি ফুটবল পালক যুক্ত হতে চলেছে। শিলিগুড়ি পুরসভা ঠিক করেছে, কলকাতার তিন বড় ক্লাব মোহনবাগান (Mohun Bagan Club), ইস্টবেঙ্গল (East Bengal Club) ও মহামেডানের (Mohammedan Sporting Club) নামে রাস্তা হবে।
ইতিমধ্যেই শহরের তিনটি ক্লাবে এই নিয়ে চিঠি এসেছে শিলিগুড়ি পুরসভা থেকে। তারা জানতে চেয়েছে, এতে ক্লাবের কোনও আপত্তি নেই তো! ইস্টবেঙ্গল এই চিঠির প্রাপ্তি স্বীকার করে পালটা চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে, লাল হলুদের রাস্তার নামকরণের দিন কিছু ফুটবলার ও কর্তারা হাজিরও থাকবেন।
শিলিগুড়ির ডেপুটি মেয়র রঞ্জন সরকার সম্প্রতি এই নিয়ে কলকাতার তিন বড় ক্লাবের শীর্ষ আধিকারিকদের সঙ্গে কথা বলে নিয়েছেন। কলকাতা যা পারল না, সেটি করে দেখিয়েছে শিলিগুড়ি। গর্বটা সেখানেই, সেই আবেগ নিয়েই কথা বলেছেন ডেপুটি মেয়র।
তিনি আরও জানিয়েছেন, কলকাতার তিন প্রধানকে এনে বড় রকমের টুর্নামেন্টের আয়োজন করতে। পাশাপাশি বাঙালির চিরন্তন লড়াই ডার্বি ম্যাচ আয়োজন নিয়েও আইএফএ-কে চিঠি দিয়েছেন রঞ্জনবাবু। তিনি খেলাপাগল মানুষ বলে ফের ফুটবল উন্মাদনা তাঁর শহরে আনার চেষ্টা করছেন।
আরও পড়ুন: মোহনবাগানের নয়া তাঁবুর উদ্বোধনে আজ বিকেলে মুখ্যমন্ত্রী