রিয়ান পরাগ এবং অনন্যা পান্ডে
শেষ আপডেট: 11 February 2025 09:52
দ্য ওয়াল ব্যুরো: ২০২৪ আইপিএল টুর্নামেন্ট শেষ হওয়ার ঠিক পরই রিয়ান পরাগের ইউটিউব হিস্ট্রির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ভাইরাল হয়ে পড়ে। ওই ভিডিওয় দেখা যায়, বলিউড অভিনেত্রী অনন্য পান্ডে এবং সারা আলি খানকে নিয়ে 'আপত্তিজনক সার্চ' করেছেন ভারতীয় ক্রিকেটার রিয়ান পরাগ। এই ভিডিও প্রকাশ্যে আসার পর সোশ্যাল মিডিয়ায় সমালোচনার বন্যা বইতে শুরু করে। সেইসময় অবশ্য রিয়ান এই ব্যাপারে একটাও কথা বলেনি। প্রায় ৯ মাস পর শেষপর্যন্ত মুখ খুললেন তিনি। অবশেষে ভাইরাল ইউটিউব সার্চ নিয়ে তিনি কথা বললেন।
সম্প্রতি একটি রেডিও স্টেশনে ইন্টারভিউ দিতে এসেছিলেন রিয়ান পরাগ। সেখানেই তাঁকে এই বিতর্কিত ব্যাপারটি নিয়ে প্রশ্ন করা হয়েছিল। জবাবে ভারতের এই ক্রিকেটার বলেন, 'আইপিএল টুর্নামেন্ট সবেমাত্র শেষ হয়েছিল। আমরা চেন্নাইয়ে ছিলাম। ম্যাচ শেষ হতে না হতেই স্ট্রিমিং টিমের পক্ষ থেকে আমাকে একটি ডিসকর্ড কল করা হয়েছিল। আর সঙ্গে সঙ্গে সেটা পাবলিশ করে দেওয়া হয়। যদিও এই গোটা বিষয়টা আইপিএলের আগে হয়েছিল। আমার ডিসকর্ড টিমের এক সদস্য আইপিএল শুরুর আগেই আমাকে সেট করার চেষ্টা করেছিল। কিন্তু, ওকে সঙ্গে সঙ্গে সরিয়ে দেওয়া হয়। তবে আইপিএল শেষ হওয়ার পরও হাওয়া গরম ছিল। এই মরশুমে আমি যথেষ্ট ভাল পারফরম্যান্সও করেছিলাম। আমি ফেরার পর স্ট্রিম খুলেছিলাম। আমার ফোনে স্পটিফাই এবং অ্যাপল মিউজিক ছিল না। সবকিছু ডিলিট হয়ে গিয়েছিল।'
সঙ্গে রিয়ান আরও যোগ করেন, 'এই পরিস্থিতিতে আমি ইউটিউবে গান সার্চ করতে গিয়েছিলাম। সার্চও করেছিলাম। বুঝতে পারছিলাম না যে এটা কী হচ্ছে। কিন্তু, যেই না স্ট্রিম শেষ হল, বুঝতে পেরেছিলাম যে কী ভুলটা করে ফেলেছি। ওই সময় মনে হয়েছিল, প্রকাশ্যে সাফাই দেওয়া উচিত হবে না। কারণ সেইসময় আমাকে হয়ত কেউ বুঝতেও চাইত না।'
২০২৪ আইপিএল টুর্নামেন্টে রিয়ান পরাগ ব্যাট হাতে কার্যত তাণ্ডব চালিয়েছিলেন। রাজস্থান রয়্যালসের হয়ে তিনি ১৪ ম্যাচে মোট ৫৭৩ রান করেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সপ্তদশ মরশুমে রিয়ান ৫২-র গড়ে এবং ১৫০-এর স্ট্রাইক রেটে বিধ্বংসী ব্যাটিং করেছিলেন। আইপিএল টুর্নামেন্টে ভাল পারফরম্যান্সের পুরস্কারও পেয়েছিলেন তিনি। টিম ইন্ডিয়ার দরজা তাঁর সামনে খুলে যায়। রিয়ান এখনও পর্যন্ত টিম ইন্ডিয়ার হয়ে ৯ আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। ভারতের হয়ে তিনি ১৫১-র স্ট্রাইক রেটে মোট ১০৬ রান করেন। পাশাপাশি একটি ওয়ানডে ম্যাচে তিনি ১৫ রান করেছিলেন।