শেষ আপডেট: 18th February 2025 14:11
দ্য ওয়াল ব্যুরো: মাঝখানে বাকি আর মাত্র একটা দিন। তারপরই চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিযান শুরু করবে ভারতীয় ক্রিকেট দল। প্রথম ম্য়াচে রোহিত অ্যান্ড কোম্পানিকে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে হবে। কিন্তু, এই ম্য়াচে টিম ইন্ডিয়ার উইকেট কিপিংয়ের দায়িত্বে কে থাকবেন, তা নিয়ে ইতিমধ্যে বিস্তর জলঘোলা শুরু হয়ে গিয়েছে।
আপাতত টিম ইন্ডিয়ার উইকেট কিপার হিসেবে দুটো নাম সামনে উঠে আসছে। প্রথমটা ঋষভ পন্থ, দ্বিতীয় কেএল রাহুল। প্রথমে ঋষভের কথায় আসা যাক। ব্যাট হাতে দিল্লির এই ক্রিকেটার যে কোনও সময় ম্য়াচের রং বদলে দিতে পারেন। কিন্তু, কখন যে ভুলভাল শট খেলে তিনি আউট হয়ে যাবেন, সেটা স্বয়ং ঈশ্বরও জানেন না। অন্যদিকে, রাহুলের উপর ভরসা করতে পারে টিম ইন্ডিয়া। ২০২৩ সালে আয়োজিত ওয়ানডে বিশ্বকাপে রাহুল বেশ ভাল পারফরম্য়ান্স করেছিলেন। ব্যাট হাতে ৪৫২ রান করার পাশাপাশি তিনি নজরকাড়া উইকেটকিপিংও করেন।
যদিও ইংল্য়ান্ডের বিরুদ্ধে সম্প্রতি যে ওয়ানডে সিরিজ আয়োজন করা হয়েছিল, সেখানে তিনি একেবারে ভাল পারফরম্য়ান্স করতে পারেননি। তিনটে ম্য়াচে তিনি যথাক্রমে ২, ১০ এবং ৪০ রান করেছিলেন। তা সত্ত্বেও মনে করা হচ্ছে, ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ গৌতম গম্ভীর রাহুলের উপরেই ভরসা রাখতে চলেছেন।
কারণ ইংল্যান্ডের বিরুদ্ধে ঋষভ পন্থকে একটাও ম্য়াচ খেলানো হল না। দলের কম্বিনেশনের কথা যদি মাথায় রাখা যায়, তাহলে রাহুলেরই যে সম্ভাবনা বেশি, সেটা আলাদা করে বলে দেওয়ার দরকার পড়ে না। তবে শেষপর্যন্ত গৌতম গম্ভীর এবং রোহিত শর্মা কী সিদ্ধান্ত গ্রহণ করেন, সেদিকেই সকলে তাকিয়ে রয়েছেন।
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল (সহ অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, আর্শদীপ সিং এবং হর্ষিত রানা।