শেষ আপডেট: 20th January 2025 15:47
দ্য ওয়াল ব্যুরো : লখনউ সুপার জায়ান্ট দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা অধিনায়কের নাম ঘোষণা করলেন। ২০২৫ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে লখনউয়ের নয়া অধিনায়ক ঘোষণা করা হল ঋষভ পন্থকে। ২০২৪ সালে পন্থ দিল্লি ক্যাপিটালস দলের অধিনায়ক ছিলেন। এরপর মেগা অকশনে লখনউ তাঁকে ২৭ কোটি টাকার বিনিময়ে দলে নেয়।
ঋষভ পন্থ লখনউয়ের চতুর্থ অধিনায়ক হতে চলেছেন, যিনি এই ফ্র্যাঞ্চাইজিকে নেতৃত্ব দেবেন। ইতিপূর্বে কেএল রাহুল, ক্রুনাল পান্ডিয়া এবং নিকোলাস পুরান গত ২ মরশুমে এই দলকে নেতৃত্ব দিয়েছেন। প্রথম তিনটে মরশুমে এই দলের অধিনায়ক ছিলেন কেএল রাহুল। এরমধ্যে ২ বার তিনি দলকে প্লে-অফেও নিয়ে গিয়েছিলেন।
প্রসঙ্গত, ২০২৪ আইপিএল টুর্নামেন্টে লখনউ সুপার জায়ান্টস দলের প্রাক্তন অধিনায়ক কেএল রাহুলের সঙ্গে মালিক সঞ্জীব গোয়েঙ্কার প্রকাশ্য ঝামেলা হয়েছিল। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ১০ উইকেটে হারের পরই এই ঝামেলা দেখতে পাওয়া গিয়েছিল। ভাইরাল ভিডিওয় দেখতে পাওয়া গিয়েছিল সঞ্জীব গোয়েঙ্কা রাগের মাথায় রাহুলকে যা নয় তাই বলছেন। এমন আচরণের জন্য সঞ্জীব গোয়েঙ্কাকে সোশ্যাল মিডিয়ায় তোপের মুখেও পড়তে হয়েছিল।
এরপর পরিস্থিতি সামাল দিতে রাহুলকে নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছিলেন সঞ্জীব গোয়েঙ্কা। কিন্তু, গোয়েঙ্কা যে রাহুলের অধিনায়কত্বে একেবারে সন্তুষ্ট ছিলেন না, তা স্পষ্টই ছিল। আর সেকারণেই শেষপর্যন্ত রাহুলকে ছেড়ে দেয় লখনউ সুপার জায়ান্ট ফ্র্যাঞ্চাইজি। মেগা অকশনে ঋষভ পন্থকে দলে নেওয়ার জন্য ঝাঁপিয়েছিলেন গোয়েঙ্কা। তখনই আশা করা হয়েছিল যে পন্থকেই দলের আগামী অধিনায়ক করা হবে। আগামী মরশুমে ক্যাপ্টেন পন্থ কেমন পারফরম্যান্স করেন, সেটাই আপাতত দেখার।