শেষ আপডেট: 4th October 2023 10:44
দ্য ওয়াল ব্যুরো: গত আইপিএলে তাঁর ধ্বংসাত্মক মেজাজের ব্যাটিং দেখে অবাক হয়ে গিয়েছিল ক্রিকেট দুনিয়া। গুজরাত টাইটান্সের বিপক্ষে তাঁর এক ওভারে ৫টি ছয় আইপিএলের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এছাড়া আরও কয়েকটি ম্যাচে প্রতিপক্ষ বোলারদের কাছে রীতিমতো ত্রাস হয়ে উঠেছিল রিঙ্কু সিং নামটি। এবার জাতীয় দলের জার্সি গায়েও বাইজ গজে ঝড় তুললেন উত্তরপ্রদেশের এই প্রতিভাবান ক্রিকেটার। মঙ্গলবার এশিয়ান গেমসে নেপালের বিরুদ্ধে ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করলেন রিঙ্কু। ৬ নম্বরে ব্যাট করতে নেমে ১৫ বলে ৩৭ রান করলেন তিনি। মেরেছেন ২টি চার ও ৪টি ছয়।
বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পাননি। তবে এশিয়ান গেমসের দলে তাঁকে সুযোগ দিয়েছিলেন নির্বাচকরা। আর এই প্রতিযোগিতাতেই নিজেকে জাতীয় দলের যোগ্য প্রমাণ করলেন রিঙ্কু। ব্যাট করতে নামার পর থেকেই নিজের ছন্দে খেলতে শুরু করেন। নেপালের বোলার অবিনাশ বোহরা ও রোহিত পৌদেলকে পরপর দু’টি ওভারে ছক্কা হাঁকান। আর চমক দেন ভারতীয় ইনিংসের একেবারে শেষ ওভারে। বল করতে এসেছিলেন অবিনাশ। সেই একটা ওভারেই রিঙ্কু মারেন ২টি চার ও ২টি ছয়। ছক্কা মেরেই নিজের ব্যাটিং এবং ভারতের ইনিংস শেষ করেন রিঙ্কু।
৫ অক্টোবর, বৃহস্পতিবার থেকে ভারতে শুরু হচ্ছে আইসিসি বিশ্বকাপ। তাই চিনের হ্যাংঝাউয়ে এশিয়ান কাপ খেলতে যাননি রোহিত-বিরাটরা। তাঁদের পরিবর্তে দ্বিতীয় সারির দল পাঠানো হয় এই প্রতিযোগিতায়। কিন্তু সেই দলও বাকিদের রীতিমতো নাকানিচোবানি খাওয়াচ্ছে। এইমুহূর্তে টি-২০ ফর্ম্যাটে ভারত এক নম্বরে রয়েছে। তাই এশিয়ান কাপে খেলে সেই জায়গা ধরে রাখার চ্যালেঞ্জ ছিল রিঙ্কু- যশস্বীদের কাছে। প্রায় প্রত্যেকেই আইপিএলে নিজেদের প্রমাণ করেছেন। এবার জাতীয় দলের জার্সি গায়েও চমক দিলেন সবাই।
মঙ্গলবার নেপালের বিরুদ্ধে ম্যাচে শুধু রিঙ্কু নন, যশস্বীও দুর্দান্ত ব্যাটিং করেছেন। ২০ ওভারের ম্যাচে ৪৯ বলে আটটি চার ও সাতটি ছয় মেরে ১০০ রান করেন যশস্বী। তাঁর সঙ্গে রিঙ্কুর যুগলবন্দিতে ভারত খুব সহজেই ২০০ রানের গণ্ডি পার করে যায়। নির্ধারিত ২০ ওভারের শেষে ৪ উইকেটে ২০২ রান করে ভারত। ২০৩ রানের পাহাড়প্রমাণ রানের টার্গেট তাড়া করতে নেমে সেখানে নেপাল গুটিয়ে যায় মাত্র ১৭৯ রানে।
ভারতীয় দলের পেসার আবেশ খান ও স্পিনার রবি বিষ্ণোইয়ের বোলিং দাপটে নির্ধারিত ২০ ওভারের শেষে ৯ উইকেটে ১৭৯ রান করতে পারে নেপাল দল। এই ম্যাচে আবেশ ও রবি দু'জনেই ৩ টি করে উইকেট নিয়েছেন। সবমিলিয়ে এশিয়ান গেমসে নেপালকে ২৩ রানে হারিয়ে অভিযান শুরু করেছে ভারত। যে ম্যাচে জিতে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। টি-২০তে নিজেদের পারফরম্যান্সের সুবাদেই সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পেয়েছে ভারত।