শেষ আপডেট: 31st July 2024 19:36
দ্য ওয়াল ব্যুরো: এতদিন বিধ্বংসী ব্যাটার হিসেবে রিঙ্কু সিংকে দেখা গিয়েছে। কিন্তু মঙ্গলবার কেকেআর তারকাকে দেখা গেল সুপার ওভারে তিনি বাজিমাত করেছেন। কী করে সম্ভব হল এমনটা?
এবার আইপিএলে দেখা গিয়েছে কলকাতা নাইট রাইডার্সকে বদলে দিয়েছিলেন মেন্টর গৌতম গম্ভীর। তিনি জাতীয় দলের কোচের ভূমিকায় হাজির থেকে চমক দিলেন। যখন কেউ ভাবতে পারেননি রিঙ্কু সিংকে দিয়ে বোলিং করানো সম্ভব কিনা, সেইসময় কোচ সুপার ওভারে রিঙ্কুর হাতে বল তুলে দিয়েছেন।
টি ২০ সিরিজের শেষ ম্যাচে দুই ওভারে দরকার ছিল নয় রান। সেইসময় কোচ গম্ভীরের নির্দেশে বল দেওয়া হয় রিঙ্কুকে। উইকেটে সেইসময় ক্রিজে ছিলেন কুশল পেরেরা। শ্রীলঙ্কার ব্যাটার তখন উইকেটে জমে গিয়েছেন ৪৬ রানে। রিঙ্কু বল হাতে নেওয়ার পরে তাঁকেই আউট করেছেন। কুশলের ক্যাচ আবার তিনিই ধরেন। ডাগআউটে বসে হাসতে দেখা যায় গম্ভীরকে। বোঝাই গিয়েছে ভারতের নতুন কোচের কৌশল খেটে গিয়েছে। এমনকী রমেশ মেন্ডিসকেও ফেরান বোলার রিঙ্কু। দুই উইকেট নিয়ে রিঙ্কু চমক দেখিয়েছেন।
সুপার ওভারে ভাল বোলিং নয়, পাশাপাশি রিঙ্কু সিরিজের সেরা ফিল্ডারের পুরস্কারও পেয়েছেন। তাঁকে পদক তুলে দেন ফিল্ডিং কোচ টি দিলীপ। শুধু তাই নয়, রিঙ্কু যে এই দলের সঙ্গে দারুণভাবে মানিয়ে নিয়েছেন, সেটিও কোচের তরফে জানানো হয়েছে।
শ্রীলঙ্কার বিপক্ষে টি ২০ সিরিজ জয়ের পরে কোচ গম্ভীর সতর্কও করে দিয়েছেন। তিনি ক্রিকেটারদের বলেছেন, ‘‘যে সমস্ত ক্রিকেটাররা টি ২০ সিরিজে ছিল, তারা ওয়ান ডে ম্যাচে বিশ্রাম পাবে। বিশ্রাম মানে এই নয় যে, তারা ওইসময় ফিটনেস বজায় রাখবে না। বাংলাদেশ সিরিজে যদি দেখা যায়, ওই ক্রিকেটার আনফিট, তা হলে সে যতবড় নামই হোক না কেন, তাকে দলে রাখা হবে না।’’
গম্ভীর যে একপ্রকার হুমকি দিয়েছেন, তা বেশ বোঝা যাচ্ছে। তিনি যে দ্রাবিড়ের স্টাইলে কোচিং করবেন না, সেটি এসেই বুঝিয়ে দিয়েছেন।