শেষ আপডেট: 2nd December 2023 20:32
দ্য ওয়াল ব্যুরো: আইপিএলের মেজাজেই চলতি টি ২০ সিরিজেও খেলছেন রিঙ্কু সিং। ভারতীয় ক্রিকেটের তিনি নতুন সেনসেশন। প্রতি ম্যাচেই শেষদিকে নামছেন, তারপর বিদ্যুৎ গতিতে রান তুলছেন আলিগড়ের নবাব।
শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ ম্যাচে ২৯ বলে ৪৬ রান করেন রিঙ্কু। তিনি যে মেজাজে রয়েছেন, বোঝাই যাচ্ছে আইপিএলে তিনি আবারও কেকেআরের ভরসা হবেন।
শুক্রবার ভারতের ২০ রানের জয়ের পরে রিঙ্কু সিংয়ের একটা সাক্ষাৎকার নিয়েছেন জিতেশ শর্মা। সেখানে রিঙ্কুর কাছে জানতে চাওয়া হয়েছে, এত বিরাট ছয় মারার রহস্য কী? ১০০ মিটার দূরে ছয় গুলি কী করে মারেন?
Secret behind the giant six ????
— BCCI (@BCCI) December 2, 2023
Roaring Raipur crowd ????
Adding calmness to the partnership ????
On the mic with Rinku Singh & Jitesh Sharma ???????? - By @28anand
Watch the full Video ???????? #TeamIndia | #INDvAUS https://t.co/lc8Dfk7hI7 pic.twitter.com/RHaXeFnsmP
ভারতীয় বোর্ডের নিজস্ব টিভিতে সাক্ষাৎকারে রিঙ্কু বলেছেন, ‘আমি নিজের স্বাভাবিক স্টাইলে ব্যাটিং করতে ভালবাসি। সবসময় দেখি টাইমিংটা যাতে ভাল হয়। আর আমি নিয়মিত জিম করি, আর ভাল খাবার খাওয়ার চেষ্টা করি। তাতেই শক্তি এসে যায়।’
ঈশান কিষানের বদলে খেলেছেন জিতেশ শর্মা, তিনিই প্রশ্ন করেছেন রিঙ্কুকে। সূর্যকুমার যাদবের দলের নামী তারকা মানছেন, তাঁর আত্মবিশ্বাসই ভাল খেলার কারণ। আবেশের সঙ্গে জুটি বেঁধে তিনি জয় এনে দিয়েছেন শেষ ম্যাচে।