শেষ আপডেট: 25th January 2025 19:19
দ্য ওয়াল ব্যুরো : ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে খেলছেন না রিঙ্কু সিং। কেন তাঁকে দলের প্রথম একাদশ থেকে বাদ দেওয়া হল, তা নিয়ে ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট সমর্থকদের মনে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে একটা ব্যাপার স্পষ্ট করে দেওয়া দরকার যে রিঙ্কুকে বাদ দেওয়া হয়নি। চোটের কারণে তিনি নিজেই ছিটকে গিয়েছেন। প্রথম টি-২০ ম্যাচে ফিল্ডিং করার সময় তিনি কোমরে চোট পেয়েছিলেন। শোনা যাচ্ছে, এই চোটের কারণেই তিনি দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচে খেলতে পারবেন না। শনিবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পক্ষ থেকে ব্যাপারটা জানানো হয়েছে।
রিঙ্কু সিংয়ের পরিবর্তে ভারতীয় ক্রিকেট স্কোয়াডে সুযোগ পেয়েছেন রমনদীপ সিং। যদিও দ্বিতীয় ম্যাচে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে তিনি সুযোগ করতে পারেননি।
অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, ধ্রুব জুরেল, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী এবং রবি বিষ্ণোই।
BCCI-এর পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, 'রিঙ্কু দ্রুত সুস্থ হয়ে উঠছে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের একটি মেডিকেল দল গোটা ব্যাপারটা দেখছে। পাঁচ ম্যাচের এই টি-২০ সিরিজে দ্বিতীয় এবং তৃতীয় টি-২০ ম্যাচে রিঙ্কু খেলতে পারবে না।'
ইতিপূর্বে সাইড স্ট্রেনের কারণে নীতীশ কুমার রেড্ডিও ছিটকে গিয়েছিলেন। নীতীশের পরিবর্তে স্কোয়াডে এসেছেন শিবম দুবে। তিনিও অবশ্য চেন্নাই ম্যাচে সুযোগ পাননি।