শেষ আপডেট: 10th December 2023 17:31
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ আফ্রিকায় গিয়ে কি রিঙ্কু সিং বাঁদরের কামড় খেয়েছেন? এই নিয়ে জল্পনা তৈরি হয়েছে শুভমন গিলের কথায়।
কয়েকদিনের মধ্যেই নেলসন ম্যান্ডেলার দেশে পৌঁছে ভারতীয় দল প্রস্তুতি শুরু করে দিয়েছে। সেই প্রস্তুতির ফাঁকেই একটি সাক্ষাৎকার দিয়েছেন রিঙ্কু। তিনি এই মুহূর্তে ভারতীয় দলের আকর্ষণের কেন্দ্রে রয়েছেন।
সেই সাক্ষাৎকারে নাইট রাইডার্স তারকা বলেছেন, ‘ভারতীয় দলের সঙ্গে থেকে আত্মবিশ্বাস অনেক বেড়ে গিয়েছে আমার। কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে কথা বলে ভাল লেগেছে আমার। উনি আমাকে নিজের স্বাভাবিক খেলা খেলতে বলেছেন।’
রিঙ্কু শুধুমাত্র বিগ হিটারই নন, তিনি পাশাপাশি উইকেটের মাঝে খুব জোরে দৌড়ে দ্রুত রান নিতে পারেন। এই প্রসঙ্গে কথা বলার সময় রিঙ্কুর পাশে এসে শুভমন গিল বলেছেন, রিঙ্কু এই কারণেই জোরে দৌড়তে পারে, কারণ ওকে সম্প্রতি বাঁদর কামড়েছে। তাই সেই ভয়ে সবসময় জোরে দৌড়য়! এই কথা বলার সময় দুই তারকাই খুব হাসছিলেন।
সত্যিই কি রিঙ্কু বাঁদরের কামড় খেয়েছেন? দু’জনের রসিকতা দেখে সেটি বোঝা সম্ভব নয়। হয়তো রিঙ্কুর সঙ্গে রসিকতাই করেছেন গিল। সেই ভিডিও আবার পোস্ট করেছে বিসিসিআই।
ভারতীয় দলের কোচ দ্রাবিড় যে নিজের প্রতি ভরসা রাখতে বলেছেন, সেটিও জানিয়েছেন রিঙ্কু। প্রতি ম্যাচেই দেখা যায় দলের ব্যাটিং অর্ডারের পাঁচ কিংবা ছয় নম্বরে নেমে রিঙ্কু দলের রানকে বাড়ানোর চেষ্টা করেন।
রিঙ্কু বলেছেন, ‘২০১৩ সাল থেকে আমি ওই নম্বরেই ব্যাটিং করে আসছি। আমি মাথা ঠান্ডা রেখে ব্যাট করি। এছাড়াও আমি নিজের ফিটনেসের উপর বেশি নজর দেওয়ার চেষ্টা করি। আমি খুব তাড়াতাড়ি দৌড়াতে পারি কারণ যখনই আমি মাঠে নামি ব্যাট করতে তখন আমার মাথায় শুধু এটাই চলে আমাকে দ্রুত রান করতে হবে।'
রবিবার ১০ ডিসেম্বর ডারবানে সিরিজের প্রথম ম্যাচটি খেলবে ভারতীয় দল। দ্বিতীয় ম্যাচটি হবে মঙ্গলবার ১২ ডিসেম্বর এবং তৃতীয়টি জোহানেসবার্গে। দলের অধিনায়ক সূর্যকুমার যাদব হলেও ডেপুটি হয়েছেন রবীন্দ্র জাদেজা।