শেষ আপডেট: 13th March 2025 17:30
দ্য ওয়াল ব্যুরো: অস্ট্রেলিয়া ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা কিংবদন্তি ব্যাটার রিকি পন্টিং মনে করেন, আইসিসি টুর্নামেন্টে নিউজিল্যান্ড বরাবরই যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করে। সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তারা দুর্দান্ত পারফরম্যান্স করেছে। সেকারণে তিনি যথেষ্ট গর্বিত। এই টুর্নামেন্টে নিউজিল্যান্ড রানার্স আপ হয়েছিল। দুবাইয়ে আয়োজিত ফাইনাল ম্য়াচে টিম ইন্ডিয়া ৪ উইকেটে কিউয়ি ব্রিগেডকে পরাস্ত করেছিল।
রিকি পন্টিং জানালেন, আগামী আইসিসি ট্রফি জয় নিউজিল্যান্ড ক্রিকেট দলের কাছে আপাতত সময়ের অপেক্ষা। কিউয়িরা এই নিয়ে সপ্তমবার আইসিসি ফাইনাল খেলতে নেমেছিল। ইতিপূর্বে, ২০২১ সালে দুবাইয়ে আয়োজিত টি-২০ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তারা হেরে গিয়েছিল। সত্যি কথা বলতে কী, এই দলটা ৭ বার আইসিসি ফাইনাল খেললেও, মাত্র ২ বারই খেতাব জিততে পেরেছে। ২০০০ সালে তারা আইসিসি নকআউট টুর্নামেন্টে জয়লাভ করেছিল। এছাড়া ২০২১ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে টিম ইন্ডিয়াকে তারা পরাস্ত করে।
আইসিসি-কে দেওয়া একটি ইন্টারভিউয়ে সম্প্রতি রিকি পন্টিং বলেছেন, 'নিউজিল্যান্ড যে খারাপ পারফরম্য়ান্স করেছে, সেকথা আমি একেবারে মনে করি না। গোটা টুর্নামেন্টে ওরা যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করেছে। এই টুর্নামেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত ওরা যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করেছে। এই টুর্নামেন্ট শুরু হওয়ার আগে যখন আমার কাছে চারটে সেমিফাইনালিস্টের নাম জানতে চাওয়া হয়েছিল, সেইসময় নিউজিল্যান্ডের কথাও আমি উল্লেখ করি। কারণ ওদের নাম সবসময়ই আমার মাথায় ছিল।'
প্রসঙ্গত, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল ম্য়াচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫০ রানে জয়লাভ করেছিল নিউজিল্যান্ড। এই প্রসঙ্গে রিকি পন্টিং বললেন, 'এই ম্যাচে নিউজিল্য়ান্ড দুর্ধর্ষ পারফরম্য়ান্স করেছিল। গোটা ম্য়াচে ওরা নিজেদের কর্তৃত্ব বজায় রাখে। প্রথমে ব্যাট করতে নেমে ওরা ৩৬২ রান তুলেছিল। এটা চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বাধিক স্কোর।'
ফাইনাল ম্য়াচ প্রসঙ্গে রিকি পন্টিং বললেন, 'নিউজিল্যান্ডকে যথেষ্ট শক্তিশালী একটা দলের বিরুদ্ধে খেলতে হয়েছিল। কিন্তু, সহজে ওরা ভারতীয় ক্রিকেট দলকে জিততে দেয়নি। এই ম্য়াচটা টিম ইন্ডিয়া ৪৯ কিংবা ৫০ ওভারে গিয়ে জিতেছে। ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ড একেবারে খারাপ পারফরম্য়ান্স করেনি। তবে ফাইনাল ম্য়াচে এই দলটার বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার খেলতে পারেননি। বিশেষ করে ম্য়াট হেনরির অনুপস্থিতি একটা ফারাক গড়ে দিয়েছিল। তবে গোটা টুর্নামেন্টে নিউজিল্যান্ড দুর্দান্ত পারফরম্য়ান্স করে। আমার আশা, খুব শীঘ্রই ওরা পরবর্তী আইসিসি ট্রফি জয় করতে পারবে।'