শেষ আপডেট: 25th January 2025 14:58
দ্য ওয়াল ব্যুরো : ইস্টবেঙ্গল এফসি-র সময়টা আপাতত খারাপ যাচ্ছে। টানা তিন ম্যাচে হারের হ্যাটট্রিক করার পর অবশেষে শুক্রবার (২৪ জানুয়ারি) কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে তারা জয়লাভ করেছে। এই জয় লাল-হলুদ ব্রিগেডকে কিছুটা হলেও যে অক্সিজেন দেবে, তা নিশ্চিন্তে বলা যেতে পারে। যাইহোক এই কঠিন সময়েই ইস্টবেঙ্গল দলে যোগ দিয়েছেন রিচার্ড সেলিস। এখনও পর্যন্ত তিনি গোল করতে না পারলেও, লাল-হলুদ সমর্থকদের নজর অবশ্যই কেড়েছেন।
প্রসঙ্গত, চলতি মরশুমের মাঝপথে আচমকা চোট পেয়ে যান ইস্টবেঙ্গলের বিদেশি ফুটবলার মাদিহ তালাল। এই চোটের কারণে বাকি মরশুম থেকেই তিনি ছিটকে যান। সেই জায়গায় এই দলে যোগ দিয়েছেন রিচার্ড সেলিস। ভেনেজুয়েলার ফুটবলার। এখনও পর্যন্ত খেলেছেন মাত্র দুটোই ম্যাচ। তবে তৈরি করেছেন একাধিক সুযোগ। আর সেকারণে ইতিমধ্যেই তিনি সমর্থকদের নয়নমণি হয়ে উঠেছেন।
মশালবাহিনীর হয়ে তিনি প্রথম ম্যাচটা এফসি গোয়ার বিরুদ্ধে খেলতে নেমেছিলেন। প্রথম ম্যাচের ৫২ মিনিটে তিনি গোলের সম্ভাবনা তৈরি করেন। বলটা নিয়ে একক দক্ষতায় উঠে আসছিলেন বিষ্ণু। শেষ মুহূর্তে তিনি গোলের কোনাকুনি একটা ক্রস বাড়িয়েছিলেন। গোয়া তেকাঠির অপর প্রান্তে দাঁড়িয়েছিলেন রিচার্ড সেলিস। তিনি কার্যত ডাইভ দিয়ে গোলের মধ্যে বলটা ঢোকানোর চেষ্টা করেছিলেন। কিন্তু, একেবারে শেষবেলায় দেওয়াল গড়ে তোলেন বরিস সিং। দুর্দান্ত একটা পারফরম্যান্স। কার্যত বাঘের মতো ঝাঁপিয়ে পড়েন তিনি। নিজের বুক দিয়ে বলটা মাঠের বাইরে বের দেন।
RICHARD CELIS — AGUUUN!! ❤️????#JoyEastBengal #EastBengalFC #ISLpic.twitter.com/1kgOfplhh6
— Tᴏʀᴄʜ Bᴇᴀʀᴇʀs ???????? (@torch__bearers) January 24, 2025
এরপর কেরালার বিরুদ্ধেও কপাল তাঁর সঙ্গ দেয়নি। ৩৭ মিনিটে রিচার্ডের পায়ে গোল করার সুবর্ণ সুযোগটা এসেছিল। প্রায় ৪০ গজ দুরত্ব থেকে শটটি নিয়েছিলেন ভেনেজুয়েলার এই ফুটবলার। কেরালার গোলকিপার পজিশনে আসার আগেই বলটা গোলপোস্টে ধাক্কা খায়। দুর্দান্ত একটা সুযোগ তৈরি হয়েছিল বটে। কিন্তু, অল্পের জন্য সেটা হাতছাড়া হয়ে যায়। আর এই ব্যর্থতার পর রিচার্ড দুটো হাত দিয়ে নিজের মুখ ঢেকে ফেললেন। তিনি যে কতটা হতাশ, সেটা এই আচরণ থেকেই স্পষ্ট বুঝতে পারা গেল।
The feeling after winning your first home game in ❤️???? colours! ????#JoyEastBengal #ISL #EBFCKBFC #RichardCelis pic.twitter.com/qdDl9nmttL
— East Bengal FC (@eastbengal_fc) January 24, 2025
তবে রিচার্ডের খেলায় খুশি ইস্টবেঙ্গলের সমর্থকরা। অনেকে তো একথাও বলতে শুরু করেছেন যে চলতি মরশুমে ইস্টবেঙ্গলের সেরা বিদেশি রিক্রুটমেন্ট তিনিই। গোল করতে না পারলেও অন্তত সুযোগটা তৈরি করছেন। আশা করা যায়, আগামী ম্যাচেই লাল-হলুদ জার্সিতে রিচার্ডের পা থেকে সেই কাঙ্খিত গোলটা বেরিয়ে আসবে। ভেনেজুয়েলার এই ফুটবলারের খেলা আপনাদের কেমন লাগছে, সেটাও আমাদের জানাতে পারেন।