শেষ আপডেট: 26th December 2023 20:53
দ্য ওয়াল ব্যুরো: সাক্ষী মালিক অবসর নেওয়ার পরপরই পদ্মশ্রী ফিরিয়েছেন কুস্তিগির বজরং পুনিয়া। পাশাপাশি দেশের বধির কুস্তিগির বীরেন্দ্র সিং যাদবও নিজের পদ্ম সম্মান ফেরানোর সিদ্ধান্ত নিয়েছেন। এবার তাঁদের সঙ্গে কাঁধে কাঁধ মেলানোর সিদ্ধান্ত নিলেন আরও এক মহিলা কুস্তিগির ভিনেশ ফোগটও। কুস্তি ফেডারেশনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তিনিও সিদ্ধান্ত নিয়েছেন নিজের জাতীয় সম্মান ফিরিয়ে দেওয়ার।
এর আগে কেন্দ্রের তরফে খেলরত্ন ও অর্জুন পুরস্কার পেয়েছেন ভিনেশ ফোগট। সেগুলিই এবার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তিনি। সেই সঙ্গে প্রধানমন্ত্রীর উদ্দেশে খোলা চিঠিও দিয়েছেন তিনি। সেখানে তিনি লিখেছেন, শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের বিজ্ঞাপনে মুখ দেখানোর জন্যই কি মহিলা কুস্তিগিরদের রাখা হয়েছে? আমি আমার সম্মান-মর্যাদা নিয়েই বাঁচতে চাই। তাই জাতীয় সম্মান ফেরানোর সিদ্ধান্ত নিয়েছি।”
ব্রিজভূষণ শরণ সিংকে কুস্তি ফেডারেশনের প্রধানের পদ থেকে সরানোর পর প্রতিবাদ খানিক স্তব্ধ হয়েছিল। কিন্তু বর্তমানে তাঁর ঘনিষ্ঠ সঞ্জয় সিংকে সর্বভারতীয় কুস্তি ফেডারেশনের প্রধান পদে বসাতেই ফের আন্দোলন শুরু হয়। সঞ্জয় সিং ফেডারেশনের প্রধান হওয়ার পরই কুস্তি থেকে অবসরের ঘোষণা করেন সাক্ষী মালিক। পাশাপাশি পদ্মশ্রী পুরস্কার ফিরিয়ে দেওয়ার ঘোষণা করেছিলেন বজরং পুনিয়াও।
তিনি প্রধানমন্ত্রীর বাসভবনের উদ্দেশে রওনাও দিয়েছিলেন পদ্ম পুরস্কার ফিরিয়ে দেওয়ার জন্য। কিন্তু তিনি ঢুকতে তো পারেননি, উল্টে বাড়ি থেকে বেশ খানিকটা আগেই তাঁকে বাধা দেয় দিল্লি পুলিশ। শেষে রাস্তার ধারে ফুটপাথেই পদ্মশ্রী পুরস্কার রেখে চলে আসেন বজরং পুনিয়া। এবার সেই একই রাস্তায় হাঁটলেন ভিনেশও। প্রধানমন্ত্রীকে খোলা চিঠি পাঠিয়ে দিয়েছেন দেশের এই নামী মহিলা কুস্তিগির।