রিয়াল মাদ্রিদ বনাম ম্যাঞ্চেস্টার সিটি
শেষ আপডেট: 12th February 2025 11:47
দ্য ওয়াল ব্যুরো: এর আগে চ্যাম্পিয়ন্স লিগে তিনবার মুখোমুখি হয়েছিল ম্যাঞ্চেস্টার সিটি-রিয়াল মাদ্রিদ। আর তিনবারই এই দ্বৈরথের বিজয়ী ট্রফি ঘরে তুলেছিল।
চতুর্থবারের লড়াইয়ের প্রথম লেগে আপাতত শেষ হাসি হাসলেন জুড বেলিংহামরাই। ঘরের মাঠ এতিহাদ স্টেডিয়ামে পরাস্ত হলেন আর্লিং হালান্ডরা। দু’বার পিছিয়ে পড়েও ৩-২ স্কোরলাইনে বাজিমাত করল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় লেগের খেলা সান্তিয়াগো বের্নেবেউ স্টেডিয়ামে। যেখানে স্বাভবিকভাবেই এগিয়ে শুরু করবে কার্লো আন্সেলোত্তির টিম। ফলে সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় যাওয়ার ক্ষেত্রে অ্যাডভান্টেজ রিয়াল—একথা নিশ্চিন্তে বলা যেতে পারে।
হেভিওয়েট ম্যাচ। দু’পক্ষই আক্রমণাত্মক ফুটবল খেলতে পছন্দ করে। ফলে আক্রমণ-পাল্টা আক্রমণ দেখার অপেক্ষায় অধীর আগ্রহে দু’দলের সমর্থকেরাই অপেক্ষা করছিলেন। কিন্তু ম্যাচের শুরুটা হয় ধীরগতিতে। কোনও টিমই তেমন জোরালো ওপেনিং তৈরি করতে পারেনি। সুযোগ আসে ১৯ মিনিটের মাথায়। যখন সিটি ডিফেন্ডার জস্কো গোয়ার্দিওলের পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন স্ট্রাইকার আর্লিং হালান্ড।
পিছিয়ে পড়ে প্রতি আক্রমণে ওঠে রিয়াল। ভিনিসিয়াস জুনিয়রের শট ক্রসবারে লাগে। প্রত্যুত্তরে মানুয়েল আকেঞ্জিও দলের ব্যবধান বাড়ানোর কাছাকাছি চলে আসেন। কিন্তু তাঁরও হেডার ক্রশ বারে প্রতিহত হয়।
দ্বিতীয়ার্ধ্বে শুরু থেকেই ঝাঁজ বজায় রাখে সিটি। হালান্ড সহজ সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হন। আর এরই ফায়দা নেয় মাদ্রিদ। কিলিয়ান এমবাপে ফার্স্ট হাফে তেমন প্রভাব দেখাতে পারেননি। সেকেন্ড হাফে তা পুষিয়ে দেন। দানি স্যাবায়সের পাস থেকে ভলি মারতে যান ফ্রান্সের তারকা ফুটবলার। শট মিস হিট হলেও গোলরক্ষক এডারসনের নাগালের বাইরে চলে যায়। সমতা ফেরায় রিয়াল। ম্যাচ শেষের দশ মিনিট আগে সিটি পেনাল্টি পায়। স্পট কিক থেকে গোল করেন হালান্ড।
এই সময় যখন মনে হচ্ছিল তিন পয়েন্ট এবং হোম লেগের অ্যাডভান্টেজ নিয়েই রিয়ালের মাঠে খেলতে যাবে পেপ গোয়ার্দিওলার টিম, তখন ম্যাচের শেষ মুহূর্তে কামব্যাক করে মাদ্রিদ। ৮৬ মিনিটে সিটির একদা ফুটবলার ব্রাহিম দিয়াজ এবং অতিরিক্ত সময়ে জুড বেলিংহাম গোল করে নিশ্চিত হারা ম্যাচ থেকে তিন পয়েন্ট নিয়ে বাড়ি ফেরে।