রিয়াল মাদ্রিদ বনাম অ্যাটলেটিকো মাদ্রিদ
শেষ আপডেট: 13th March 2025 10:47
দ্য ওয়াল ব্যুরো: ১৯৫৯, ২০১৪, ২০১৫, ২০১৬, ২০১৭ এবং ২০২৫। ছ’বারের মোলাকাত। আর ছ’বারই হার। অ্যাটলেটিকো মাদ্রিদ বনাম রিয়াল মাদ্রিদ লড়াইয়ের শেষ ফলাফল চ্যাম্পিয়নস লিগে কোনওদিনই অ্যালেটিকোর পক্ষে যায়নি। এবারও গেল না। ঘরের মাঠের লড়াইয়ে ১ গোলে জিতে গড়ে ২-২ ফলাফল সমেত পেনাল্টিতে যাওয়ার পর হার মানতে হল দিয়েগো সিমিওনে বাহিনীকে। শেষ ষোলোর ফাঁড়া কাটিয়ে কোয়ার্টার ফাইনালে উঠল রিয়াল। যেখানে তাদের প্রতিপক্ষ আর্সেনাল।
ম্যাচ শুরুর ২৭ সেকেন্ডে গোল, দ্বিতীয়ার্ধে পেনাল্টি মিস, শুট আউটে পেনাল্টি বাতিল—গতাকাল রাতে মেট্রোপলিটানোর মাদ্রিদ ডার্বিতে সমস্ত রকম মশলা মজুত ছিল। খেলা সবে আরম্ভ হয়েছে, দর্শকেরা সেভাবে আসনে এসে বসেওনি, তারই মধ্যে দলকে গোলে করে এগিয়ে দেন অ্যাটলেটিকোর ইংরেজ মিডফিল্ডার কনোর গ্যালেঘার। পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার সমস্ত রকম চেষ্টা চালায় কার্লো আন্সেলোত্তির টিম। কিন্তু সেভাবে দাঁত ফোটাতে পারেনি। রক্ষণাত্মক ফুটবলের জন্য বিখ্যাত দিয়েগো সিমিওনে। এদিন ময়দানে তার প্রমাণ তুলে ধরেন লরেন্তে, মান্ডাভারা। দুই উইংয়ে দুই ব্রাজিলিয়ান রদ্রিগো ও ভিনিসিয়াস জুনিয়র নিষ্প্রভ ছিলেন। চার ডিফেন্ডারের জাঁতাকলে ছন্নছাড়া দেখায় কিলিয়ান এমবাপেকেও।
সেকেন্ড হাফে প্রথমার্ধের হতশ্রী পারফরম্যান্স পুষিয়ে দিতে চায় রিয়াল। কিন্তু হাই প্রেস করতে থাকায় ডিফেন্সে ফাঁক তৈরি হয়। ফলে কাউন্টার অ্যাটাকে লিড বাড়িয়ে গোটা টাই-ই খতম করতে তেড়েফুঁড়ে নামে অ্যাটলেটিকো। আক্রমণ-প্রতি আক্রমণে খেলা জমে ওঠে। জুলিয়ান আলভারেজ অনবরত থিবো কুর্তয়াকে পরীক্ষায় ফেলতে থাকেন। কিন্তু দু’দলের কেউই আর গোলের রাস্তা খুলতে পারেনি। না নব্বই মিনিটে, না একস্ট্রা টাইমে।
খেলা গড়ায় পেনাল্টি শুট আউটে। আর সেখানে জমে ওঠে নাটক। আলভারেজ স্পট কিকে গোল করলেও ভার তা বাতিল করে দেয়। ভারের তরফ থেকে জানানো হয় মারার আগে পিছলে গেছিলেন আর্জেন্টিনীয় তারকা আর এর ফলে বল দু’বার কিক করেন তিনি। রিয়াল যদিও তারপরই ফায়দা নিতে ব্যর্থ হয়। মিস করেন লুকাস ভাসকুয়েজ। কিন্তু মার্কোস লরেন্তের পেনাল্টি কুর্তোয়া সেভ করায় শেষমেশ লড়াই জিতে নেয় রিয়াল। জয়সূচক পেনাল্টি মারেন ডিফেন্ডার অ্যান্টোনি রুডিগার।
অন্যান্য খেলার ফলাফল:
লিল ১-২ ডর্টমুন্ড (গড় ২-৩)
আর্সেনাল ২-২ পিএসভি (গড় ৯-৩)