শেষ আপডেট: 7th June 2024 19:50
দ্য ওয়াল ব্যুরো: চলতি মরশুমেই ৩৫ বারের মতো লা লিগা চ্যাম্পিয়ন ও ১৫ বারের মতো চ্যাম্পিয়ন্স লিগ খেতাব পেল রিয়াল মাদ্রিদ। বার্সেলোনায় লিওনেল মেসি থাকাকালীন সময়ে খুব কমই সাফল্য পেয়েছিল রিয়াল। কিন্তু মেসির স্পেন ছেড়ে যাওয়ার পরবর্তী সময়ে বেশ আধিপত্য বিস্তার করে খেলে যাচ্ছে লস ব্লাঙ্কসরা। এমন ক্লাবকেই বিশ্বের সেরা ক্লাব হিসেবে জানালেন আর্জেন্টাইন ফুটবল রাজপুত্র।
বর্তমানে কোপা আমেরিকা খেলতে আমেরিকার মিয়ামিতে ঘাম ঝরাচ্ছেন আর্জেন্টিনার ফুটবলাররা। সেখানেই ‘ইনফোবাই’কে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, ‘‘যদি আপনি সেরা ক্লাব বলতে চান, তা হলে অবশ্যই রিয়াল মাদ্রিদ। কারণ তারা বর্তমান চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। সম্প্রতি তারা দুরন্ত ফর্মে। এর আগে ম্যান সিটি জিতেছিল, তার আগে জিতেছে রিয়াল।
রিয়ালের প্রশংসা করলেও ম্যান সিটিকে ধারাবাহিকতার দিক থেকে সেরা দল বলেছেন লিও। তারপরেই ম্যান সিটির কোচ পেপ গুয়ার্দিয়লার প্রশংসা করেছেন মেসি। তিনি বলেছেন, ‘‘আমার কাছে গুয়ার্দিওলার খেলার ধরন ভাল লাগে। যেভাবে তিনি ট্রেনিং করান, যেভাবে খেলোয়াড়দের তিনি বোঝান, তিনি আমার কাছে সবসময় স্পেশাল কোচ। যদি ধারাবাহিকতার কথা হয়, তা হলে ম্যান সিটি সেরা। ফল বিবেচনা করলে রিয়াল বিশ্বের সেরা ক্লাব।’’
মেসি এই মুহূর্তে মিয়ামিতে নেই। তিনি দেশের হয়ে কোপা আমেরিকা খেলবেন। অবসর নিয়ে তিনি কিছু ভাবছেন না।