বাসিত আলি-বিরাট কোহলি
শেষ আপডেট: 31st January 2025 16:41
দ্য ওয়াল ব্যুরো: ‘ফর্মে থাকা ক্রিকেটারদের হয়ে সমর্থকেরা গলা ফাটাচ্ছে, এটা মানা যায়। কিন্তু ফর্মে নেই যিনি, তাঁকে সমর্থন জোগাতে কাতারে কাতারে মানুষ স্টেডিয়াম ছুটছেন, আমি জীবনে এই দৃশ্য দেখিনি।‘
উপরের কথাগুলো বলছেন যিনি, তিনি পাকিস্তানের প্রাক্তন খেলোয়াড়। নাম বাসিত আলি। আর বাসিত এই স্তুতি গাইছেন যার বিষয়ে, তিনি বিরাট কোহলি। ক্রিকেটের মহাকুম্ভের চেহারা নেওয়া দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামেই বিরাট-বন্দনা থেমে নেই। সীমা-সরহদ্দ পার করে তা ছড়িয়ে পড়েছে পাকিস্তানেও। বাসিতের ভাষায়, ‘আজ সারাদিন ধরে শুধু ভারতে নয়, আমাদের দেশেও কোহলি ট্রেন্ডিং!
১৫ হাজার থিকথিকে জনতার ভিড় আছড়ে পড়েছিল অরুণ জেটলি স্টেডিয়ামের তিনটি গেটে। দুটি স্ট্যান্ড কানায় কানায় ভর্তি। কিন্তু অনুরাগীদের এই উন্মাদনা দিনের শুরুতেই মাঠে মারা যায়। মাত্র ৬ রানে ক্লিন বোল্ড কোহলি। গোটা স্টেডিয়াম জুড়ে মুহূর্তে পিনপতনের নীরবতা!
রেলওয়েজের বিরুদ্ধে রঞ্জিতে প্রত্যাবর্তন কোনওভাবেই স্মরণীয় করে রাখতে পারেননি কোহলি। ফর্মে নেই, ছন্দ হারিয়েছেন, টেকনিকে গোলমাল কিছুতেই সারাতে পারছেন না, অফ স্ট্যাম্পের বাইরের বল ক্রমাগত খোঁচা মেরে আউট হচ্ছেন। এতকিছু সত্ত্বেও অনুরাগীদের ভালোবাসার বৃত্ত ছেড়ে বেরোচ্ছেন না বিরাট। যা দেখে তাজ্জব বনে গেছেন বাসিত আলি। যিনি খেলোয়াড় জীবনে হুক শট, পুল শটের জন্য বিখ্যাত ছিলেন।
অফ ফর্ম হোক চায় ইন ফর্ম—তাঁর অভিজ্ঞতায় ২ থেকে ৩ জন ক্রিকেটারের জন্য এহেন বাঁধভাঙা উচ্ছ্বাস লক্ষ্য করেছেন বাসিত। ‘আজ তো পাকিস্তানেও সবাই বলাবলি করছে, দেখো একেই বলে সম্মান!’--বলেই জুড়ে দেন—‘কিন্তু আমার একটাই প্রশ্ন আছে। বিরাট দিল্লিতে নায়কের মর্দাদা পেলেও বেঙ্গালুরুর হয়ে খেলেন কেন?’ বাসিতের পর্যবেক্ষণ—‘দেখছিলাম কীভাবে পুরোনো বন্ধু ও সমর্থকদের সঙ্গে প্রতিটি মুহূর্ত উপভোগ করছেন বিরাট। সাত ঘণ্টা টানা ওঁর নামে জয়ধ্বনি দিয়ে গেলেন দর্শকেরা।‘
এই অদম্য অনুরাগের কারণ কী? প্রাক্তন পাক ক্রিকেটারের অনুমান, ‘ছন্দে না থাকলেও বিরাট সমর্থকদের ভালোবাসা লাভ করছেন, তার কারণ, ঈশ্বরের আশীর্বাদ। আমি জীবনে আর কোনও খেলোয়াড়ের জন্য এমন তীব্র অনুরাগ দেখিনি।‘