শেষ আপডেট: 9th March 2025 19:33
দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতীয় ক্রিকেট অজানা আশঙ্কায় প্রমাদ গুনছে। বেশ কয়েকটি রিপোর্ট মারফৎ জানা গিয়েছে, ভারতের বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার ৫০ ওভারের ফরম্যাট থেকে অবসর গ্রহণ করতে পারেন। এই তালিকায় নাম রয়েছে রবীন্দ্র জাদেজারও। দুবাই স্টেডিয়ামে আয়োজিত ফাইনাল ম্যাচে বিরাট কোহলির আচরণ, সেই সন্দেহকেই আরও মজবুত করব। আশঙ্কা করা হচ্ছে, এই ম্যাচের পরই জাদেজা হয়ত ওয়ানডে ক্রিকেট থেকে অবসর গ্রহণ করতে পারেন।
২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচে ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে আপাতত লড়াই হচ্ছে। ফাইনাল ম্যাচে অসাধারণ স্পেল করলেন রবীন্দ্র জাদেজা। কিউয়ি ব্যাটারদের যথেষ্ট ব্যাকফুটে ঠেলে দিলেন জাড্ডু। ১০ ওভারে তিনি মাত্র ৩০ রান দিলেন। যথেষ্ট সঞ্চয়ী বল করার পাশাপাশি জাদেজা কিন্তু টম লেথামের গুরুত্বপূর্ণ উইকেটও শিকার করেন।
তবে জাদেজার স্পেল শেষ হওয়ার পর একটি বিশেষ দৃশ্য দেখতে পাওয়া গেল। আসলে, বিরাট কোহলি দৌড়ে জাদেজার দিকে আসেন। তাঁকে আলিঙ্গন করেন। বিরাটের এই আচরণ দেখেই সোশ্য়াল মিডিয়ায় জল্পনা শুরু হয়ে যায়, জাড্ডু বোধহয় ওয়ানডে ক্রিকেট থেকে অবসর গ্রহণ করতে পারেন। শেষপর্যন্ত, জাদেজা কী সিদ্ধান্ত গ্রহণ করেন সেটাই আপাতত দেখার।
শেষ ১০ ওভারে নিউজিল্যান্ড ৭৯ রান করেছেন। আর সেইসঙ্গে কিউয়িরা শেষপর্যন্ত ৭ উইকেটে ২৫১ রান করেছে। প্রথম ৮ ওভারে নিউজিল্যান্ড বেশ দাপট দেখিয়েছিল। কিন্তু, তারপর প্রতি আক্রমণের ঝাঁঝ অনেকটা কমে যায়। রাচিন রবীন্দ্র (২৯ বলে ৩৭ রান) এবং কেন উইলিয়ামসন (১১ রান) খুব বেশি রানের ঝড় তুলতে না পারায়, টিম ইন্ডিয়া অনেকটাই স্বস্তিতে থাকে। একটা সময় তো ২০০ রান করতে পারবে কি না, তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছিল। ৩৮ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৪ রান করে কিউয়িরা। কিন্তু, শেষবেলায় ড্যারিল মিচেল এবং মাইকেল ব্রেসওয়েলের হাফসেঞ্চুরি কিছুটা হলেও রং বদলে দেয়। ইনিংসের বিরতিতে ভারত যে কিছুটা হলেও স্বস্তিতে থাকবে, তা বলা যায়।