শেষ আপডেট: 16th February 2025 11:55
দ্য ওয়াল ব্যুরো: আন্তর্জাতিক ময়দানের বাইশ গজ থেকে আগেই অবসর নিয়েছেন। কিন্তু ক্রিকেটের শেকড় ছেড়ে এখনও বেরোতে পারেননি রবিচন্দ্র অশ্বিন। বিভিন্ন ইস্যুতে আজও মতামত রেখে চলেছেন তাঁর ইউটিউব চ্যানেলে। হতে পারে বিরাট কোহলির ফর্ম, হতে পারে রোহিত শর্মার অধিনায়কত্ব। সপাটে নিজের মন্তব্য জানাতে পিছপা হচ্ছেন না দক্ষিণী স্পিনার।
আর এবার তিনি একহাত নিলেন ভারতীয় ক্রিকেটের সুপারস্টার কালচার বা নায়ক-বন্দনার সংস্কৃতিকে। জানালেন, একজন খেলোয়াড়, তিনি যত বড়ই হোন না কেন, তাঁর একটি সেঞ্চুরি দেখে উচ্ছ্বাস প্রকাশের কিছু নেই। ক্রিকেটাররা অ্যাথলেটিক। সুপারস্টার নন। তাঁদের কাজই ভাল খেলা। আর সেই কাজ তাঁরা খেলার মাঠে করে চলেন।
দর্শক ও ক্রিকেটভক্তদের বার্তা দেওয়ার পাশাপাশি খেলোয়াড়দের উদ্দেশেও উপদেশ ছুড়ে দিয়েছেন অশ্বিন। জানিয়েছেন, ব্যক্তিগত উচ্চাশা কখনও একজন ক্রীড়াবিদের মোক্ষ হতে পারে না। টিমের স্বার্থই চূড়ান্ত। আর সেটা পেতে গেলে সকলকে বিনয়ী হতে হবে, যোগাযোগ তৈরি করতে হবে সাধারণ দর্শকদের সঙ্গেও।
নিজের চ্যানেলে ভিডিও আপলোড করে অশ্বিন বলেন, ‘ভারতীয় ক্রিকেটে বেশ কিছু জিনিস সহজ চোখে দেখা প্রয়োজন। খেলোয়াড়দের সুপারস্টার ও তাঁদের সুপারস্টারডমকে তোল্লাই দেওয়ার মানে হয় না। আমাদের কিছু প্রসঙ্গ সাধারণভাবে গ্রহণ করা শিখতে হবে। আমরা কেউ সুপারস্টার নই, ক্রিকেটার মাত্র। তাই এমনভাবে পেশ হতে হবে, যাতে সাধারণ মানুষদের আমাদের সঙ্গে নিজেদের একাত্ম করতে পারেন, মিল খুঁজে নিতে পারেন। বিরাট বা রোহিতের কথাই যদি বলি, তাঁরা একটি সেঞ্চুরি হাঁকালে সেটা আর তাঁদের ব্যক্তিগত সাফল্য থাকে না। টিমের স্বার্থ পূরণ করে মাত্র। এই বিষয়গুলিই স্বাভাবিক ঘটনা হিসেবে দেখা জরুরি।‘
পাশাপাশি ভারতের পাঁচ স্পিনার নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দুবাই উড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন অশ্বিন। তাঁর দাবি, টিম ইন্ডিয়ার প্রথম একাদশে একজন বা বড়জোর দুজন স্পিনারের জায়গা মিলতে পারে। অক্ষর প্যাটেল ও রবীন্দ্র জাদেজাকে বেছে নেওয়া হলে, তাঁরা অলরাউন্ডারের ভূমিকাও পালন করতে পারবেন। সেক্ষেত্রে হার্দিক পান্ডিয়া যুক্ত হলে অলরাউন্ডারের সংখ্যা বেড়ে দাঁড়ায় তিনে। এর পাশপাশি কুলদীপকেও খেলানো যেতে পারে। কিন্তু তারপরও বরুণ স্পিনারকে নিলে বাড়াবাড়ি হয়ে যাবে। কারণ, তখন ব্যাটিং-বোলিং তালমিল ঠিক রাখতে একজন পেসার বাদ পড়বেন। তার বদলে তিনজন সিমার নিয়ে দুবাইয়ের মাঠে নামাটাই হবে বুদ্ধিমানার কাজ। মত অশ্বিনের।