শেষ আপডেট: 26th January 2025 01:05
দ্য ওয়াল ব্যুরো : ২০২৫ প্রজাতন্ত্র দিবসের ঠিক আগের সন্ধ্যায় পদ্ম পুরস্কারের ঘোষণা করা হল। ক্রীড়া জগতের বেশ কয়েকজন ব্যক্তিত্ব এই পুরস্কার পেতে চলেছেন। সেই তালিকায় নাম রয়েছে ভারতীয় হকি দলের প্রাক্তন গোলকিপার পিআর শ্রীজেশ। তাঁকে পদ্ম ভূষণ সম্মান দেওয়া হবে। দেশের কিংবদন্তি ফুটবলার আইএম বিজয়ন এবং টিম ইন্ডিয়ার প্রাক্তন অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হবে। এছাড়া অন্যান্য খেলার বিভাগে পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন হরবিন্দর সিং এবং সত্যপাল সিং।
ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা বোলার রবিচন্দ্রন অশ্বিনকে পদ্মশ্রী পুরস্কারে সম্মান জানানো হচ্ছে। টিম ইন্ডিয়ার এই প্রাক্তন অফস্পিনার ২০২৪ বর্ডার-গাভাসকার ট্রফি চলাকালীন অবসর গ্রহণ করেন। অশ্বিনের কেরিয়ার এককথায় অসাধারণ। ১০৬ টেস্ট ম্য়াচে তিনি মোট ৫৩৭ উইকেট শিকার করেছেন। ভারতীয় বোলারদের মধ্যে দ্বিতীয় সর্বাধিক উইকেট তাঁর দখলেই রয়েছে।
গত বছর আয়োজিত প্যারিস অলিম্পিক্সে শ্রীজেশের নেতৃত্বে ভারতীয় হকি দল ব্রোঞ্জ পদক জয় করে। অলিম্পিক্স টুর্নামেন্টে টিম ইন্ডিয়া এই নিয়ে দ্বিতীয়বার ব্রোঞ্জ পদক জয় করেছে। অলিম্পিক্সের আগেই শ্রীজেশ জানিয়ে দিয়েছিলেন, এই মেগা স্পোর্টস ইভেন্টের পর তিনি অবসর গ্রহণ করবেন। রিটায়ারমেন্টের পর শ্রীজেশ আপাতত ভারতীয় জুনিয়র পুরুষ হকি দলের মুখ্য কোচ হিসেবে কাজ করছেন।
ভারতীয় খেলোয়াড়দের মধ্যে আরও একজন পদ্ম পুরস্কার প্রাপক হলেন দেশের অন্য়তম সেরা ফুটবলার আইএম বিজয়ন। কেরলের এই প্রাক্তন ফরোয়ার্ড ২০০০ থেকে ২০০৪ সাল পর্যন্ত ভারতীয় ফুটবল দলকে নেতৃত্ব দিয়েছিলেন। বিজয়ন ভারতের হয়ে ৭২ ম্য়াচে মোট ২৯ আন্তর্জাতিক গোল করেছিলেন।
কয়েকদিন আগেই জানা গিয়েছিল ভারতের সোনার পদকজয়ী প্যারালিম্পিয়ান হরবিন্দর সিং পদ্মশ্রী সম্মান পেতে চলেছেন। ২০২৪ প্যারিস প্য়ারালিম্পিক্সের আসরে তিনি পুরুষদের ব্যক্তিগত রিকার্ভ ওপেনের ফাইনালে পোল্যান্ডের লুকাস সিসজেককে পরাস্ত করেন এবং দেশের হয়ে চতুর্থ সোনার পদক হাসিল করেন।
পিআর শ্রীজেশ - পদ্মভূষণ
রবিচন্দ্রন অশ্বিন - পদ্মশ্রী
আইএম বিজয়ন - পদ্মশ্রী
সত্যপাল সিং - পদ্মশ্রী
হরবিন্দর সিং - পদ্মশ্রী