রবি শাস্ত্রী-গৌতম গম্ভীর
শেষ আপডেট: 6th February 2025 15:28
দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তান হইতে সাবধান! চ্যাম্পিয়ন্স ট্রফিতে মহারণের আগে ভারতের বর্তমান হেড কোচ গৌতম গম্ভীরের উদ্দেশে এমনই সতর্কবার্তা ভাসিয়ে দিলেন প্রাক্তন কোচ রবি শাস্ত্রী।
সম্প্রতি মিডিয়ার মুখোমুখি হয়ে একটি প্রশ্নের জবাবে গম্ভীর বলেন, গ্রুপ স্টেজে পাকিস্তান ম্যাচ আলাদা কিছু নয়। বাকি টিমের বিরুদ্ধে লড়াইয়ের মতোই সমান গুরুত্বপূর্ণ। টুর্নামেন্টের সব ম্যাচের তাৎপর্য সমান। তাঁর এই মন্তব্য প্রসঙ্গে শাস্ত্রীর বক্তব্য, মিডিয়ার সামনে বলার জন্য গম্ভীরের কথাগুলি ঠিক হলেও ভারতের কোচ যেন মনে মনে এমনটা ভেবে না নেন। বাকি সব খেলা একদিকে। পাকিস্তান ম্যাচ আরেক দিকে। লোকে এর ফলাফল মনে রাখে। হেরে গেলে বারবার মনে করায়। যতদিন পর্যন্ত না পরের ম্যাচে দল জিতছে, ততদিন পর্যন্ত এই হারের ক্ষত বিঁধতে থাকে। আর কোচের কুর্সিতে বসে এই জ্বালা সয়ে যেতে হয়।
এই প্রসঙ্গে নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে শাস্ত্রী বলেন, ‘কোচ হিসেবে আমি সাত বছর ছিলাম। যখনই আমায় পাকিস্তান ম্যাচ নিয়ে প্রশ্ন করা হত, আমিও গম্ভীরের মতোই জবাব দিতাম। কিন্তু ভেতর ভেতর আরও গভীর কোনওকিছুর চিন্তা চলত। বাইরে মিডিয়াকে যাই বল না কেন, ভেতর ভেতর তুমি যে করেই হোক জিততে চাইবে। কারণ তা না হলে পরবর্তী পাকিস্তান ম্যাচ জেতা পর্যন্ত তোমাকে হারের কথা মনে করানো হবে।‘
রবির মতে, পাকিস্তান ম্যাচ হার-জিত বিশ্লেষণের অঙ্ক অন্য রকম। এখানে আগে ভালো পারফর্ম্যান্সের কোনও মূল্য নেই। বিগত দশ ম্যাচের আটটি বা নটি ম্যাচ জেতারও কোনও দাম নেই। বারবার পাকিস্তান হারিয়েছে—এই কথাটি মনে করানো হবে। হতে পারে কোনও সাধারণ পথচারী, হতে পারে কোনও ট্যাক্সিচালক। সকলের মুখে শুনে যেতে হবে একই কথা। তাই না চাইলেও পাকিস্তানের সঙ্গে দ্বৈরথ একদম নতুন একটি খেলা।
এর আগে ২০২১ সালের টি-২০ বিশ্বকাপে ভারত-পাক মুখোমুখি হয়। সেই ম্যাচে ১০ উইকেটে হেলায় জয়লাভ করেছিলেন বাবর আজমরা। যদিও সে কারণে রোহিতরা বিন্দুমাত্র পিছিয়ে থাকবেন না। সাফ দাবি শাস্ত্রীর। টি-২০ আর ওয়ান ডে দুটো একেবারে আলাদা ঘরানার লড়াই। একদিনের ক্রিকেট বেশি সময় ধরে চলে। ফলে সেখানে ভারতের ব্যাটিং ও বোলিংয়ের গভীরতা কাজে আসবে। খেলোয়াড়-পিছু হিসেব করলেও এগিয়ে থাকবেন বিরাটরা। দাবি টিম ইন্ডিয়ার প্রাক্তন হেড কোচের।