শেষ আপডেট: 8th March 2025 14:02
দ্য ওয়াল ব্যুরো: হাতে আর বেশি সময় নেই। রবিবার (৯ মার্চ) চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচে ভারত এবং নিউজিল্যান্ড খেলতে নামছে। এই ম্যাচের আগে একটি বিতর্কিত মন্তব্য করলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। তিনি বললেন, চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে ভারতই ফেভারিট। কিন্তু, নিউজিল্যান্ডও টিম ইন্ডিয়াকে ছেড়ে কথা বলবে না। এই ফাইনাল ম্যাচটি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হবে।
'দ্য আইসিসি রিভিউ'-য়ে রবি শাস্ত্রী বললেন, 'ভারতকে যদি কোনও একটা দল হারাতে পারে, তাহলে সেই দলটা হল নিউজিল্যান্ড। যদিও ভারত ফেভারিট হিসেবেই এই ফাইনাল ম্যাচটা খেলতে নামবে।'
বিরাট কোহলির বর্তমান ফর্ম নিয়েও মুখ খুললেন রবি শাস্ত্রী। মেনে নিলেন, বিরাটের ব্যাটিং যে কোনও মুহূর্তে এই ম্যাচের রং বদলে দিতে পারে। কিন্তু, উইলিয়ামসনের মধ্যেও যে ব্যাট করার যথেষ্ট ক্ষমতা রয়েছে, সেটাও জানাতে ভুললেন না তিনি।
শাস্ত্রী'জির কথায়, 'বর্তমানে বিরাট একেবারে আগুন ফর্মে রয়েছে। এই ধরনের ক্রিকেটাররা যখন ফর্মে থাকেন, তখন প্রথম ১০ রান করার জন্য একটু সময় দিতে হয়। তারপর ওরা অনায়াসে বিপক্ষকে চাপে ফেলতে পারে। তা সেটা উইলিয়ামসন হোক কিংবা কোহলি। নিউজিল্যান্ডের দৃষ্টিভঙ্গি থেকে আমি বলব যে উইলিয়ামসন ফাইনাল ম্যাচে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। কিছুটা রাচিন রবীন্দ্রও এই তালিকায় রয়েছে। ও একজন অসাধারণ ক্রিকেটার'
তিনি আরও যোগ করেন, 'যখন এই ক্রিকেটাররা একবার শিকারের গন্ধ পায়, তখন বাকি বিষয়টা ওদের উপরে ছেড়ে দেওয়া ভাল। ফাইনালের মতো এমন একটা গুরুত্বপূর্ণ ম্যাচে ওদের ১০-১৫ রান করতে দিন। তারপর দেখুন যে ওরা কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন।' এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখে, রবীন্দ্র মাত্র ২৫ বছর বয়সেই আইসিসি ওয়ানডে ক্রিকেটে পাঁচটি শতরান করে ফেলেছেন। বিশ্বের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছেন তিনি।