শেষ আপডেট: 29th February 2024 21:01
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক চুক্তি থেকে বাদ পড়েছেন শ্রেয়স আইয়ার ও ঈশান কিশান। তাঁরা ঘরোয়া ক্রিকেট না খেলে বোর্ডকে উপেক্ষা করেছেন, এই অভিযোগে তাঁদের চুক্তি থেকে বাতিল করা হয়েছে। এই ঘটনায় ভারতীয় ক্রিকেটে বিতর্ক চলছে। বেশিরভাগ প্রাক্তন ক্রিকেটারই বোর্ডের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন।
তাঁদের মতে, শ্রেয়সরা রঞ্জি ট্রফি না খেলে ভুল করেছেন। তাঁরা আনফিট হলে বলার কিছু ছিল না। কিন্তু তাঁরা সুস্থ হয়েও ঘরোয়া ক্রিকেট খেলেননি। এই ঘটনায় তরুণদের কাছে অন্য বার্তা গিয়েছে।
ঈশান রঞ্জি ট্রফি না খেলে আবার রিজার্ভ ব্যাঙ্কের হয়ে অফিস ক্রিকেট খেলতে নেমেছেন। তাতেও বোর্ড কর্তারা ক্ষুব্ধ। রবি শাস্ত্রীর মতো প্রাক্তন কোচ বলেছেন, শ্রেয়স, ঈশান যা করেছে, সেটি তারা আগে ভাবুক। তবে আমি এও বলব, নিজেদের ভুল অনুধাবন করে আগামী দিনে আরও শক্তিশালী হয়ে ফেরার চেষ্টা করো।
শাস্ত্রী ওই দুই ক্রিকেটারের পাশে থাকলেও সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ‘আমি জানি না কেন ওরা রঞ্জি ট্রফি খেলতে নামল না। শ্রেয়সের অবশ্যই ঘরোয়া ক্রিকেট খেলা উচিত ছিল। ঈশানের সঙ্গে তো আইপিএলের ভাল চুক্তি রয়েছে। ও ভারতের তিন ফরম্যাটেই দলে ছিল। তারপরেও বাদ পড়ল। ঈশান ও শ্রেয়সের রঞ্জি না খেলাটা অবশ্যই দুর্ভাগ্যজনক। দু’জনেই প্রতিভাবান ক্রিকেটার, ওদের খেলাটা উচিত ছিল।’