Date : 14th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
স্ত্রীর জন্য ভালবাসার তাজমহল! বাড়ি তো নয়, যেন মার্বেলে লেখা জীবন্ত কবিতা, বলছে নেটপাড়াWTC Final: ঐতিহাসিক জয়ের পর বাভুমার প্রথম প্রতিক্রিয়ায় রাবাদা, মার্করামের প্রশংসাঘুমের মধ্যেই ছোট্ট শরীরে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান, ছেলেকে বাঁচাতে গিয়ে ঝলসে গেলেন মা'মনে হচ্ছিল ভূমিকম্প বা বিস্ফোরণ', আমদাবাদ বিমান দুর্ঘটনার মুহূর্ত এখনও ভোলেননি স্থানীয়রাআইসক্রিম কেক দিয়ে হোক ফাদার্স ডে সেলিব্রেশন, অফার নিয়ে হাজির বাসকিন রবিন্সচরিত্রে মানানসই হতে হবে, স্বেচ্ছায় গোটা শরীর বদলে ফেলেছেন এই ৫ বলিউড তারকাস্বর্গমর্ত্য জুড়ে সারমেয়, অসুরদের গরুচুরি ধরেছিল, ছিল রাজারাজড়াদের শিকার-সহায়কব্রিটেন সফর নিয়ে ইউনুসকে তীব্র আক্রমণ হাসিনা পুত্র জয়ের 'তুই যা, আমি আসছি', হস্টেল ভেদ করে ঢুকে গেল বিমান, বন্ধুর কাছে আর ফেরা হল না আরিয়ানের'শাবানাকে চুমু খাওয়ার পরেই আমি...' নব্বইয়ে এসেও চরম 'রোম্যান্টিক' ধর্মেন্দ্র
Ravi Shastri on Jasprit Bumrah

ইংল্যান্ড সিরিজে বাড়তি সতর্কতার সঙ্গে বুমরাহকে খেলানো উচিত, পরামর্শ রবি শাস্ত্রীর

জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ এবং মহম্মদ সামি। টিম ইন্ডিয়ার বোলিং ইউনিটের তিন স্তম্ভ। তিনজন মিলেই দলের বোলিং বিভাগকে শক্তিশালী করে তুলেছে।

ইংল্যান্ড সিরিজে বাড়তি সতর্কতার সঙ্গে বুমরাহকে খেলানো উচিত, পরামর্শ রবি শাস্ত্রীর

রবি শাস্ত্রী ও জসপ্রীত বুমরাহ

শেষ আপডেট: 27 April 2025 18:00

দ্য ওয়াল ব্যুরো: জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ এবং মহম্মদ সামি। টিম ইন্ডিয়ার বোলিং ইউনিটের তিন স্তম্ভ। তিনজন মিলেই দলের বোলিং বিভাগকে শক্তিশালী করে তুলেছে। জিতিয়েছে একাধিক ম্যাচ। একদিনের ক্রিকেট, টি-২০ ক্রিকেট এবং টেস্ট ক্রিকেট—তিন ফরম্যাটেই সমান স্বচ্ছন্দ তিন বোলার।

যদিও চোট ও অফ ফর্মের কারণে এই ত্রয়ী দীর্ঘদিন ধরে একত্রে মাঠে নামেননি। বুমরাহ চ্যাম্পিয়নস ট্রফিতে অনুপস্থিত ছিলেন। বর্ডার-গাভাসকার ট্রফিতেই চোট পেয়ে বাইরে চলে যান। দুবাই যাত্রার আগে সুস্থ হয়ে ওঠেননি। অন্যদিকে সামি চ্যাম্পিয়নস ট্রফির আগে কামব্যাক করলেও ছাড়পত্র জোটেনি সিরাজের। তাঁকে দল না রাখা নিয়ে বিতর্কও দানা বাঁধে।

যদিও তিন বোলারই চুটিয়ে আইপিএল খেলছেন। মহম্মদ সিরাজ ৮ ম্যাচে ১২ উইকেট নিয়ে ফর্মে ফিরেছেন। বুমরাহও চোট সারিয়ে মুম্বই ইন্ডিয়ানসের জার্সিতে ধারাবাহিকতা দেখিয়ে যাচ্ছেন। অন্যদিকে সামি হায়দরাবাদের হয়ে গা ঘামিয়ে ফর্মের শিখরে পৌঁছনোর চেষ্টা জারি রেখেছেন।

এবার তাঁদের ঘিরেই আশার আলো দেখালেন রবি শাস্ত্রী। জানালেন, তিন বোলার ফর্মে থাকলে আগামী জুনে শুরু হতে চলা ইংল্যান্ড সিরিজে ভাল পারফরম্যান্স দেখাবে ভারতীয় ক্রিকেট দল। তিনি বলেছেন, ‘আমার মনে হয়, সিরাজ, বুমরাহ এবং সামি পুরোপুরি সুস্থ থাকলে ইংল্যান্ড বোলারদের প্রভূত সমস্যায় ফেলতে পারেন। সিরাজের যে বিষয়টি ভাল লাগে, সেটা হচ্ছে, ও দল থেকে বাদ পড়ার যন্ত্রণাকে দূরে সরাতে পেরেছে। এর জন্য গুরুত্বপূর্ণ ছিল, আবার গোড়া থেকে শুরু করা।‘

যদিও বুমরাহকে নিয়ে বাড়তি সতর্কতার দাবি জানিয়েছেন শাস্ত্রী। বলেছেন, ‘বুমরাহকে যত্নের সঙ্গে কাজে লাগাতে চাই। আমি ওকে দুটো টেস্ট ম্যাচ পরপর খেলাব। তারপর বিরতি। বাস্তবে হয়তো বুমরাহ চারটি ম্যাচ খেলতে পারবে। ভালমতো শুরু করলে পাঁচটি টেস্ট খেলানোর লোভ জাগতেই পারে। কিন্তু তারপর সবকিছু বুমরাহর শরীর এবং ফিটনেসের উপর নির্ভর করবে।‘


ভিডিও স্টোরি