শেষ আপডেট: 14th September 2021 18:36
দ্য ওয়াল ব্যুরো: আমার ইমরান খানের (Imran Khan) মতো লড়াকু ক্রিকেটার চাই, পাকিস্তান (Pakistan) ক্রিকেটের শীর্ষ পদে বসে বললেন রামিজ রাজা (Rameez Raja)। তিনি বরাবরই আক্রমণাত্মক, ঠোঁটকাটা। একটাই কথা, ‘‘আমি সব সুযোগ সুবিধে দিতে চাই ক্রিকেটারদের, কিন্তু আমাকে ফলও এনে দিতে হবে। না হলে সেই ক্রিকেটারকে আমি দলে রাখব না।’’ পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নয়া চেয়ারম্যান হিসেব আনুষ্ঠানিকভাবে পদ বুঝে নিয়েছেন সোমবার। তিনি এসেই জানিয়েছেন, পাকিস্তান ক্রিকেটকে ঢেলে সাজানোর জন্য যা দরকার, করতে দ্বিতীয়বার ভাববেন না। প্রতিদানে দিতে হবে সাফল্য। সোমবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় পিসিবির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রামিজ। এই পদে দায়িত্ব পাওয়া পাকিস্তানের চতুর্থ টেস্ট ক্রিকেটার তিনি। প্রথম দিনের অফিসে পিসিবির কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচয়পর্ব শেষে মিডিয়ার মুখোমুখি হয়েছিলেন প্রাক্তন দলনেতা। লাহোরের হাই পারফরম্যান্স সেন্টারের বব উলমার ইন্ডোর কমপ্লেক্সে প্রায় এক ঘণ্টা চলেছে তাঁর প্রেস কনফারেন্স। আরও পড়ুন: নীরজদের নিয়ে মাতামাতি অন্যায় নয়, দয়া করে প্যারা অ্যাথলিটদের কৃতিত্ব ভুলে যাবেন না পিসিবি চেয়ারম্যান হিসেবে নিজের লক্ষ্য সম্পর্কে নামী প্রাক্তন তারকা বলেছেন, ‘‘ক্রিকেটই আমার নির্বাচনের জায়গা, এটাই আমার বিষয়। আমার লক্ষ্য একদম পরিষ্কার। আমার ভাবনায় সবসময়ই ছিল-যখনই সুযোগ পাব, আমি এটা ঢেলে সাজাব। আমাদের লক্ষ্যের পরিধিটা বদলাতে হবে।’’ রামিজ যোগ করেন, ‘‘যখন আমি বলছি ঢেলে সাজাব, তার অর্থ কোচিংয়ের ব্যাপারটাও নতুন করে দেখতে হবে। আমাদের কোচিং কার্যকর কোনও লক্ষ্য নিয়ে এগোচ্ছে না। যদি আজ আমার তিনজন রিস্টস্পিনার, চারজন ওপেনার দরকার হয়, সেটাও পাওয়া যাবে না। আমাদের জনসংখ্যা অনেক, কিন্তু দুর্দান্ত প্রতিভাধর ক্রিকেটার আসছে না। তার মানে আমরা কোথাও ভুল করছি। এগুলো দ্রুত শুধরোতে হবে আমাদের। আমি চাই লড়াকু ক্রিকেটার, যেমন আমাদের ইমরান খান ছিলেন।’’ পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'