শেষ আপডেট: 7th March 2025 23:27
দ্য ওয়াল ব্যুরো: এশিয়ান ক্রিকেট কাউন্সিলে এবার নিজেদের প্রতিনিধি নিযুক্ত করল বিসিসিআই। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এসিসি-তে নিজেদের প্রতিনিধি হিসাবে রাজীব শুক্লা এবং আশিষ সেলারকে নিযুক্ত করেছে। শুক্রবার একটি বিবৃতির মাধ্যমে বোর্ডের পক্ষ থেকে একথা জানানো হয়েছে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলে কার্যকরী বোর্ডের সদস্য হিসেবে BCCI-এর প্রতিনিধিত্ব করবেন রাজীব শুক্লা এবং আশিষ সেলার।
বিসিসিআই-এর পক্ষ থেকে একটি প্রেস বিবৃতিতে বলা হয়েছে, জয় শাহ আপাতত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। সেকারণে এশিয়ান ক্রিকেট কাউন্সিল বোর্ডে তাঁর জায়গাটা খালি হয়ে গিয়েছে। এবার রাজীব শুক্লা এশিয়ান ক্রিকেট কাউন্সিলে কার্যকরী বোর্ড সদস্য হিসেবে কাজ করবেন। এর পাশাপাশি আশিষ সেলার এসিসি বোর্ডে বিসিসিআই-এর প্রতিনিধি হিসেবে থাকবেন।
ইতিপূর্বে, রাজীব শুক্লা বিসিসিআই-এর বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। এর পাশাপাশি আইপিএল টুর্নামেন্টে চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব সামলেছেন তিনি। অন্যদিকে আশিষ সেলার মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের হয়ে কাজ করেছেন।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, আগামী সেপ্টেম্বর মাসে ২০২৫ এশিয়া কাপের আয়োজন করা হবে। এই টুর্নামেন্ট আয়োজন করবে ভারত। যদিও পাকিস্তান এই টুর্নামেন্টের প্রত্যেকটা ম্যাচই নিরপেক্ষ ভেন্যুতে খেলবে। ভারত এবং পাকিস্তানকে একই গ্রুপে রাখা হয়েছে। আসন্ন এশিয়া কাপে ভারত এবং পাকিস্তানের মধ্যে তিনবার 'মোলাকাত' হতে পারে। গ্রুপ পর্ব এবং সুপার ফোরে এই দুটো দল একে অপরের বিরুদ্ধে খেলতে পারে। তবে ভারত এবং পাকিস্তান যদি ফাইনালের টিকিট কনফার্ম করতে পারে, তাহলে দুটো দেশের মধ্যে মোট তিনবার মহাযুদ্ধের আয়োজন করা হবে।