শেষ আপডেট: 15th May 2024 21:52
দ্য ওয়াল ব্যুরো: শেষ চারটি ম্যাচেই ছন্দে নেই রাজস্থান রয়্যালস। বুধবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে আগে ব্যাটিং করে তারা তুলেছে ২০ ওভারে ১৪৪/৯। বলার মতো রান বলতে গুয়াহাটির ছেলে রিয়ান পরাগের। তিনি ৪৮ রান করেছেন। না হলে রবিচন্দ্রন অশ্বিনের ২৮ রান দলের স্কোরকে বাড়িয়েছে।
রাজস্থান এদিন ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছিল। তাদের শুরু ও শেষ কোনওটাই ভাল ছিল না। ওপেন করতে নেমে যশস্বী জয়সোয়াল (৪) ও ক্যাডমোর (১৮) ব্যর্থ। পাশাপাশি দলের অধিনায়ক সঞ্জু স্যানসনও (১৮) ফিরেছেন এলিসের বলে ক্যাচ দিয়ে। চার নম্বরে নেমে স্থানীয় ছেলে পাড়ার মাঠে ৩৪ বলে ৪৮ রান করেছেন। ইনিংসে ছিল ছয়টি চার।
রাজস্থানের শেষ ছয় ব্যাটারই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। এসেছেন, আর ফিরে গিয়েছেন। এই পিচে ১৪৪ রান কিছুই নয়, রাজস্থান আসল সময়ে এসে ফর্ম হারিয়েছে।
পাঞ্জাব কিংসের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন স্যাম কারেন, হর্ষল প্যাটেল ও রাহুল চাহার।
এই ম্যাচে হারলে রাজস্থান এলিমিনেটরে চলে যাবে। দ্বিতীয় স্থান হারাতে পারে।