শেষ আপডেট: 8th October 2023 23:35
দ্য ওয়াল ব্যুরো: ভারতের তিন উইকেট তখন পড়ে গিয়েছে। একবার গ্যালারিতে দেখা গেল, রোহিত শর্মার স্ত্রী ঋতিকা সাজদে রীতিমতো আতঙ্কে মুখ ঢেকে বসে রয়েছেন। ঈশান, রোহিত ও শ্রেয়সের নামের পাশে বড়সড় শূন্য।
দুই রানে তিন উইকেট পড়ে গিয়ে ভারত ঘরের মাঠে কোণঠাসা অবস্থায়। সেই অবস্থা থেকে ভারতের দুই ক্রিকেটার বিরাট কোহলি ও কেএল রাহুল ম্যাচ বের করে দিলেন। কোহলি কাজ অসমাপ্ত রেখে ফিরলেও লোকেশ নিজের কাজ সম্পূর্ণ করে এসেছেন। তিনি শেষ বলে বিগ শট মেরে দলকে জিতিয়েছেন। তবুও দেখা গিয়েছে তিন রানের জন্য সেঞ্চুরি মিস করে গিয়েছেন।
খেলা শেষে ধারাভাষ্যকারের কাছে ম্যাচের নায়ক জানালেন, সেঞ্চুরি মিস করার আক্ষেপ থাকলেও দল জিতেছে এটাই বড় কথা। আমরা দারুণ শুরু করে বিশ্বকাপ অভিযানে নামলাম। সেই কারণেই খেলা শেষে দেখা গিয়েছে রাহুল হাঁটু গেড়ে বসে রয়েছেন। তিনি তখনও বিশ্বাস করতে পারেননি ম্যাচ জয়ের রান পেরিয়ে গিয়েছে।
রাহুল অবশ্য মনে করছেন, উইকেটে কোহলি এসেই তাঁকে বলেছিলেন, ভাই টেস্টের মতো খেলবি, একদম তাড়াহুড়ো করবি না। কোহলির ওই পরামর্শেই বেদবাক্যের মতো মেনে চলে ম্যাচ বের করে দিয়েছেন নামী তারকা। যাঁকে নিয়ে যুবরাজ সিং টুইট করেছেন, ‘রাহুলের মতো ব্যাটার থাকতে কেন চারে শ্রেয়সকে পাঠানো হচ্ছে। যে রানের মধ্যে রয়েছে, তাকে তো আগেই পাঠানোই উচিত, তাই না?’
সব থেকে বড় কথা, টানা ৫০ ওভারের মতো ম্যাচে কিপিং করে আবার মাঠে নেমে রাহুলের ম্যাচ জেতানো ইনিংস ইতিহাসে স্থান করে নিল। যিনি বলেছেন, ‘আমি তো কিপিং করে ড্রেসিংরুমে ফিরে স্নান করতে চলে গিয়েছিলাম। ফিরে এসে দেখি, তিন উইকেট পড়ে গিয়েছে। তারপর তাড়াতাড়ি মাঠে নেমে পড়ি। কোহলি ছিল বলে আমার কাজটি সহজ হয়ে গিয়েছে, আমাকে গাইড করেছে।’