শেষ আপডেট: 27th December 2023 13:11
দ্য ওয়াল ব্যুরো: পদক ফেরানো বিতর্কের মাঝেই এবার হরিয়ানার ঝাজ্জরে গিয়ে কুস্তিগিরদের সঙ্গে দেখা করলেন রাহুল গান্ধী। রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার (ডব্লিউএফআই) নির্বাচনী ফলাফলের প্রতিবাদে সাক্ষী মালিক, ভিনেশ ফোগাট, বজ্রং পুনিয়া সহ বেশ কয়েকজন কুস্তিগির ইতিমধ্যেই তীব্র প্রতিবাদ জানিয়েছেন। সাক্ষী মালিক অবসর নেওয়ার পরপরই পদ্মশ্রী ফিরিয়েছেন কুস্তিগির বজরং পুনিয়া। পাশাপাশি দেশের বধির কুস্তিগির বীরেন্দ্র সিং যাদবও নিজের পদ্ম সম্মান ফেরানোর সিদ্ধান্ত নিয়েছেন। কুস্তি ফেডারেশনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আর এক মহিলা কুস্তিগির ভিনেশও সিদ্ধান্ত নিয়েছেন নিজের জাতীয় সম্মান ফিরিয়ে দেওয়ার। এই বিতর্কের মধ্যেই কুস্তির আখড়ায় গিয়ে তাঁদের সঙ্গে দেখা করলেন কংগ্রেস সাংসদ।
वर्षों की जीतोड़ मेहनत, धैर्य एवं अप्रतिम अनुशासन के साथ अपने खून और पसीने से मिट्टी को सींच कर एक खिलाड़ी अपने देश के लिए मेडल लाता है।
— Rahul Gandhi (@RahulGandhi) December 27, 2023
आज झज्जर के छारा गांव में भाई विरेंद्र आर्य के अखाड़े पहुंच कर ओलंपिक पदक विजेता बजरंग पूनिया समेत अन्य पहलवान भाइयों के साथ चर्चा की।
सवाल… pic.twitter.com/IeGOebvRl6
ডব্লিউএফআই-এর প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন একাধিক মহিলা কুস্তিগির। ব্রিজভূষণের শাস্তির দাবিতে পথে নেমেছিলেন সাক্ষীরা। দীর্ঘদিনের ধর্না, বিক্ষোভ আন্দোলনের শেষে ব্রিজভূষণকে কুস্তি ফেডারেশনের প্রধানের পদ থেকে সরানোর পর প্রতিবাদ খানিক স্তব্ধ হয়েছিল। কিন্তু বর্তমানে তাঁর ঘনিষ্ঠ সঞ্জয় সিংকে সর্বভারতীয় কুস্তি ফেডারেশনের প্রধান পদে বসাতেই ফের আন্দোলন শুরু হয়। সঞ্জয় সিং ফেডারেশনের প্রধান হওয়ার পরই কুস্তি থেকে অবসরের ঘোষণা করেন সাক্ষী মালিক। পাশাপাশি পদ্মশ্রী পুরস্কার ফিরিয়ে দেওয়ার ঘোষণা করেছিলেন বজরং পুনিয়াও। তারপর অবশ্য কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের তরফে কুস্তি ফেডারেশনের নবনির্বাচিত সমস্ত সদস্যকে সাসপেন্ড করা হয়।
কুস্তিগিরদের প্রতিবাদের মাঝেই ব্রিজভূষণ দাবি করেছিলেন, প্রতিবাদীরা কংগ্রেসের 'কোলে বসে আছেন'। তারপর তাঁদের সঙ্গে দেখা করেছিলেন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী বঢরা। এরপর বুধবার সাত সকালে কুস্তিগিরদের সঙ্গে গিয়ে দেখা করলেন রাহুল গান্ধী। এদিন তাঁকে রীতিমতো কুস্তি লড়তে দেখা গেছে জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কারজয়ী কুস্তিগিরদের সঙ্গে। পরে তাঁদের মাঝে বসে সকলের কথা শোনেন ওয়ানডের সাংসদ। তাঁকে গোল করে ঘিরে বসে নিজেদের ক্ষোভের কথা জানিয়েছেন সাক্ষী, ভিনেশ, বজরংরা।
বজরং জানিয়েছেন, "উনি (রাহুল গান্ধী) আমাদের কুস্তির রুটিন দেখতে এসেছিলেন। নিজেও কুস্তি করেছেন। কুস্তিগিরদের প্রতিদিনের কাজকর্ম দেখতে এসেছিলেন উনি।"
#WATCH | Haryana: On Congress MP Rahul Gandhi visits Virender Arya Akhara in Chhara village of Jhajjar district, Wrestler Bajrang Poonia says, "He came to see our wrestling routine...He did wrestling...He came to see the day-to-day activities of a wrestler." pic.twitter.com/vh0aP921I3
— ANI (@ANI) December 27, 2023
বজরং এর আগে পদ্ম পুরস্কার ফিরিয়ে দেওয়ার জন্যপ্রধানমন্ত্রীর বাসভবনের উদ্দেশে রওনাও দিয়েছিলেন। কিন্তু তিনি ঢুকতে তো পারেননি, উল্টে বাড়ি থেকে বেশ খানিকটা আগেই তাঁকে বাধা দেয় দিল্লি পুলিশ। শেষে রাস্তার ধারে ফুটপাথেই পদ্মশ্রী পুরস্কার রেখে চলে আসেন বজরং পুনিয়া। তিনি সাফ জানিয়েছেন, যতদিন না যৌন হেনস্থার শিকার হওয়া তাঁর কুস্তিগির ভাই-বোনেরা সুবিচার পাচ্ছেন, ততদিন তিনি সরকারের কাছ থেকে পাওয়া পদ্ম পুরস্কার ফিরিয়ে নেবেন না। সেই পথে হেঁটে মঙ্গলবার পুরস্কার ফিরিয়ে প্রধানমন্ত্রীকে খোলা চিঠি পাঠিয়ে দিয়েছেন নামী মহিলা কুস্তিগির ভিনেশ ফোগাটও।