শেষ আপডেট: 25th July 2024 19:12
দ্য ওয়াল ব্যুরো: প্যারিস অলিম্পিক্সে যাচ্ছেন রাহুল দ্রাবিড়। গেমসে ক্রিকেট অন্তর্ভূক্ত করার সার্থকতা কতটা, সেই নিয়ে একটি আলোচনাসভা হবে প্যারিসে। সেই বৈঠকে যোগ দিতে পারেন রোহিত শর্মাদের বিশ্বজয়ী কোচ। ওই অনুষ্ঠান হবে ২৮ জুলাই প্যারিসের পার্ক ডি লাভলেটে ইন্ডিয়া হাউসে। ওই অনুষ্ঠানে দ্রাবিড় ছাড়াও সঙ্গীত পরিবেশন করবেন বলিউডের নামী গায়ক শান। এমনকী আলোচনাসভায় মুখ্য আকর্ষণ আন্তর্জাতিক অলিম্পিক কমিটির মুখ্য আধিকারিক জিওফ অ্যালারডাইস।
২০২৮ সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করবে আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটি। তার আগে একটি সেমিনার হবে। ওই আলোচনাসভায় হাজির থাকবেন দ্রাবিড়। তিনি এর আগেও অলিম্পিক্সে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার প্রাসঙ্গিকতা নিয়ে বিশদে ব্যাখ্যা করেছিলেন।
এর আগে ১৯০০ সালের অলিম্পিক্সে ক্রিকেট ছিল। সেবার চারটি দল প্রথমে অংশ নিলেও পরে দুটি দল নাম তুলে নিয়েছিল। বেলজিয়াম এবং নেদারল্যান্ডস নাম তুলে নেওয়ায় ফাইনালে ইংল্যান্ড বিপক্ষ ফ্রান্সকে হারিয়ে সোনা জিতেছিল।
এদিকে, প্যারিসের শ্যেন নদীর কালো জলে হবে অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান। ভারতের মোট ১১৭ জনের অ্যাথলিট দল এতে অংশ নিয়েছেন। এদিন বিরাট কোহলি ও ঋষভ পন্থ দেশের ক্রীড়াবিদদের শুভেচ্ছা জানান। এমনকী রবি শাস্ত্রীও একটি এক মিনিটের ভিডিওতে দেশের অ্যাথলিটদের উদীপ্ত করেছেন। ভারতের প্রাক্তন কোচ বলেছেন, অলিম্পিক্স পদক সবকিছুর উর্ধ্বে। এই গেমসে কতসব নামী তারকারা অংশ নেবেন। তাঁরা বছরে হয়তো মিলিয়ন ডলার আয় করেন। কিন্তু সবকিছুর ওপর তাঁরা অলিম্পিক্স সোনা পেতে চান।