Latest News

রাহুল দ্রাবিড়ই শ্রীলঙ্কা সফরে ভারতীয় ক্রিকেট দলের নতুন কোচ, জানিয়ে দিল বোর্ড

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে জল্পনার অবসান। আগামী শ্রীলঙ্কা সফরে ভারতীয় ওয়ান ডে দলের কোচ নির্বাচিত হলেন রাহুল দ্রাবিড়। একই সময় ইংল্যান্ডে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় টিম। সেই সফরে কোচের দায়িত্বে থাকবেন রবি শাস্ত্রী। এতদিন শ্রীলঙ্কা ট্যুরে কোচের পদে যোগ্য মুখ খুঁজছিল ভারতীয় বোর্ড। হাওয়ায় উঠে এসেছিল দ্রাবিডের নাম। প্রধান দাবিদারও ছিলেন তিনি৷ কিন্তু আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি৷ এবার তাতে সিলমোহর পড়ল।

প্রাক্তন ক্রিকেটার ও ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক দ্রাবিড় আপাতত ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি (এনসিএ)-র দায়িত্বে রয়েছেন। জুলাইয়ে ক্রিকেটারদের নিয়ে শ্রীলঙ্কা উড়ে যাবেন তিনি। সেখানে ছ’টি সীমিত ওভারের ম্যাচ খেলবে দুই দেশ৷ এই নিয়ে দ্বিতীয়বার দ্রাবিড়ের তত্ত্বাবধানে টুর্নামেন্ট খেলতে নামছে ভারত। ২০১৪ সালে ইংল্যান্ড সফরে তিনি ব্যাটিং কনসালটেন্টের ভূমিকায় ছিলেন।

সিদ্ধান্তের কথা জানাতে গিয়ে বিসিসিআইয়ের তরফে বলা হয়, ‘এর আগে ভারতীয় ‘এ’ দলের কোচ ছিলেন দ্রাবিড়। তাই তাঁর তরুণ ক্রিকেটারদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে৷ এবারও সকলে মিলে স্বচ্ছন্দে কাজ করতে পারবে। এটা অবশ্যই একটা ইতিবাচক দিক।’

এই নিয়ে দেশের ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয়বার দু’টি দল একই সময়ে আলাদা সিরিজ খেলবে। প্রথমে টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলে বিরাট বাহিনী ইংল্যান্ডেই থাকবে৷ তারপর বেশ কিছুদিনের বিরতি। ফের ইংল্যান্ডের বিরুদ্ধে লম্বা সিরিজে নামার কথা। অন্যদিকে শ্রীলঙ্কায় তরুণ ব্রিগেডকে নেতৃত্ব দিতে পারেন শিখর ধাওয়ান। দ্রাবিড়ের সঙ্গে সফরে সাপোর্টিং স্টাফ হিসেবে পারস মানব্রে ও অভয় শর্মা জুড়তে পারেন বলে সূত্রের দাবি৷

You might also like