শেষ আপডেট: 5th February 2025 12:14
দ্য ওয়াল ব্যুরো: টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার তথা হেড কোচ রাহুল দ্রাবিড় সংবাদ শিরোনামে উঠে এসেছেন। জানা গিয়েছে, তাঁর গাড়িতে নাকি একটি অটো এসে ধাক্কা মারে। স্থানীয় সূত্রের খবর, এই ঘটনায় তাঁর গাড়ির সামনের অংশ কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর রাহুল গাড়ি থেকে নেমে আসেন এবং ওই অটো চালকের সঙ্গে তর্কাতর্কি জুড়ে দেন। যদিও এই ঘটনায় রাহুলের কোনও চোট-আঘাত লাগেনি। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ বেঙ্গালুরুতে ঘটনাটি ঘটেছে।
প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওয় দেখতে পাওয়া যাচ্ছে যে টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার তথা কোচ রাহুল দ্রাবিড় গাড়িতে একটি অটো এসে ধাক্কা মেরেছে। দ্রাবিড় রাস্তায় দাঁড়িয়ে ওই অটো চালকের সঙ্গে কন্নড় ভাষায় প্রচন্ড তর্কাতর্কি করছেন। পথচলতি নিত্যযাত্রীরা সেই ভিডিও ক্যামেরাবন্দি করেছেন। সূত্রের খবর, একটি মালবোঝাই অটোর সঙ্গে রাহুল দ্রাবিড়ের গাড়ির ধাক্কা লাগে। এরপরই ওই অটো চালকের সঙ্গে ঝামেলা বাধে রাহুলের। তবে দ্রাবিড় গাড়ি চালাচ্ছিলেন কি না, সেই ব্যাপারে এখনও জানা যায়নি।
The auto driver is arguing with wall and VIP of cricket, our own Rahul Dravid sir #Cricket #RahulDravidpic.twitter.com/1Zar0uJgP0
— Veerendra Devareddy (@VeerenPree) February 5, 2025
ডেকান হেরাল্ডে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যাবেলা এই ঘটনাটি ঘটেছে। যদিও এই দুর্ঘটনার কোনও অভিযোগ থানায় দায়ের করা হয়নি। ওই প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, রাহুল নাকি চলে যাওয়ার আগে ওই অটো চালকের ফোন নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর খাতায় টুকে নিয়েছেন।
প্রসঙ্গত, ৫২ বছর বয়সি রাহুল দ্রাবিড় ভারতীয় ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা ব্যাটার। আন্তর্জাতিক ক্রিকেটে তিনটে ফরম্য়াট মিলিয়ে তিনি ২৪ হাজারের বেশি রান করেছেন। পাশাপাশি ২০০৭ বিশ্বকাপে তিনি টিম ইন্ডিয়াকে নেতৃত্বও দেন।
সম্প্রতি তাঁকে ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ হিসেবে নিয়োগ করা হয়েছিল। ২০২৪ টি-২০ বিশ্বকাপ খেতাব জয়ের পর গত বছর জুলাই মাসে তিনি এই দায়িত্ব ছেড়ে দেন।
টিম ইন্ডিয়ার হেড কোচের দায়িত্ব থেকে অবসর গ্রহণ করার পর দ্রাবিড় আপাতত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL 2025) কামব্য়াক করেছেন এবং রাজস্থান রয়্যালসের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। এমনকী আইপিএল ২০২৫ মেগা অকশনেও তাঁকে রাজস্থান রয়্যালসের টেবিলে দেখতে পাওয়া গিয়েছিল। ১৩ বছর বয়সি বৈভব সূর্যবংশীকে দলে নিয়ে তিনি সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন।