অজিঙ্কা রাহানে
শেষ আপডেট: 16th April 2025 11:36
দ্য ওয়াল ব্যুরো: হারের জন্য নিজেকে দায়ী করলেন। পাশাপাশি দলের ব্যাটিং ইউনিটকেও কাঠগড়ায় তুললেন। পাঞ্জাবের বিরুদ্ধে জেতা ম্যাচ মাঠে ছেড়ে আসার জন্য এভাবেই সরাসরি নিজেদের দুষলেন কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক অজিঙ্কা রাহানে।
গতকাল আইপিএলে মুল্লানপুরে মুখোমুখি হয় পাঞ্জাব কিংস ও নাইট রাইডার্স। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১১১ রানেই অল রাউট হয়ে যান শ্রেয়স আইয়াররা। দুর্দান্ত শুরু করেও ছন্দ হারানোর জেরে নাইট শিবিরে ব্যাটিং বিপর্যয় নেমে আসে। বল হাতে অপ্রতিরোধ্য হয়ে ওঠেন সুনীল নারিন ও বরুণ চক্রবর্তী। শ্রেয়স, ম্যাক্সওয়েল, প্রিয়াংশ—কেউই প্রতিরোধ গড়ে তুলতে পারেননি।
যখন মনে হচ্ছিল এই রান সহজেই তুলে ফেলবে কলকাতা, তখনই আঘাত হানে পাঞ্জাব। এবং সেটাও ম্যাচের গোড়া থেকেই। ৭ রানেই ড্রেসিং রুমে ফিরে যান দলের দুই ওপেনার কুইন্টন ডি কক ও সুনীল নারিন। এরপরই শক্ত হাতে হাল ধরেন রাহানে ও অঙ্গকৃশ রঘুবংশী। প্রত্যাঘাত হানেন দুই মিডল অর্ডার ব্যাটসম্যান। ৬০ রানের পোক্ত পার্টনারশিপের পর মনে হচ্ছিল, ম্যাচ জেতা স্রেফ সময়ের অপেক্ষা। অনেক ওভার বাকি থাকতেই ১১২ রানের টার্গেট হাসিল করবে নাইট রাইডার্স। ঠিক তখনই ম্যাচের টার্নিং পয়েন্ট গড়ে দেন যুজবেন্দ্র চাহাল। মাঠের চেয়ে মাঠের বাইরের ব্যাক্তিগত ঘটনাক্রমের জেরে যিনি সাম্প্রতিক সময়ে চর্চায় রয়েছেন। চলতি আইপিএলেও সেভাবে দাগ কাটতে পারেননি।
প্রত্যাবর্তনের মঞ্চ হিসেবে কালকের ম্যাচকেই বেছে নেন চাহাল। ৪ বলে ২৮ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট। ভাঙেন রাহানে-অঙ্গকৃশের পার্টনারশিপও। যার জেরে ম্যাচ থেকে ধীরে ধীরে হারিয়ে যায় কলকাতা। এই অপ্রত্যাশিত বিপর্যয়ের জন্য যদিও নিজেদেরই দায়ী করেছেন রাহানে। বলেছেন, ‘আমি হারের দায় নিতে চাই। ভুল শট খেলেছি। আর সেখানেই ধসের শুরু। উইকেট যদিও সহজ ছিল না। তবু ১১১ রান চেজ করা যেত। আমরা ব্যাটিং ইউনিট হিসেবে ব্যর্থ হয়েছি। বোলাররাও পাঞ্জাবের শক্তিশালী ব্যাটিং লাইন আপের বিরুদ্ধে ভাল বল করেছে। মনে হয় আমরা অহেতুক ঝুঁকি নিই। আপাতত মাথায় অনেক বিষয় ঘুরপাক খাচ্ছে। নিজেকে ঠান্ডা করে তারপর দলের খেলোয়াড়দের সঙ্গে কথাবার্তা বলব।‘
That's what a good leader does????#rahane #PBKSvKKRpic.twitter.com/sTTJSxkMdT
— TushaRR (@ictaashiqana_) April 15, 2025
আউটের পর ডিআরএস না নেওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। আম্পায়ার এলবিডব্লুর নির্দেশ দেওয়ার পর মাঠ ছেড়ে বেরিয়ে যান রাহানে। রিভিউ নেননি। পরে রিপ্লেতে দেখা যায়, বল অফ স্ট্যাপের বাইরে পিচ করেছিল। ডিআরএস নিলে তিনি নট আউটই থাকতেন। যদিও এই নিয়ে এখন অহেতুক ভাবতে নারাজ রাহানে। বলেছেন, ‘আউটের পর অঙ্গকৃশের সঙ্গে কথা বলি। ও জানায় এটা আম্পায়ার্স কল হতে পারে। তাই সেই মুহূর্তে আর ঝুঁকি নিইনি।‘