শেষ আপডেট: 5th March 2025 19:16
দ্য ওয়াল ব্যুরো: দল তুলল ৩৬২ রানের পাহাড়প্রমাণ রান। নিজে হাঁকালেন শতরান। আর দিনের শেষে স্পর্শ করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের রেকর্ড। চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনাল সবদিক দিয়ে কিউয়ি ব্যাটসম্যান রাচিন রবীন্দ্রর কাছে স্মরণীয় হয়ে রইল।
আজ প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ছন্দে ছিল। ওপেনার উইল ইয়ং ২১ রানে আউট হলেও মিডল অর্ডারে শতরান হাঁকান দুই ব্যাটসম্যান রাচিন রবীন্দ্র ও কেন উইলিয়ামসন।
রাচিন রবীন্দ্র ১০১ বলে ১০৮ রান করেন। মারেন ১৩টি চার ও ১টি ছয়। এই সেঞ্চুরির সুবাদে চলতি টুর্নামেন্টে দ্বিতীয় শতরান হল রাচিনের। এর আগে সৌরভ গঙ্গোপাধ্যায়ও একটি চাম্পিয়ন্স ট্রফিতে দুটো সেঞ্চুরি করেন। রাচিন আজ সেই রেকর্ড স্পর্শ করলেন।
উল্লেখ্য, একই এডিশনে তিনটি শতরানের রেকর্ড রয়েছে ওয়েস্ট ইন্ডিজের ওপেনার ক্রিস গেইলের দখলে। এরপরের নামই সৌরভের। এ ছাড়া পাকিস্তানের সইদ আনোয়ার, দক্ষিণ আফ্রিকার হার্সেল গিবস, শ্রীলঙ্কার উপুল থারাঙ্গা ও অস্ট্রেলিয়ার শেন ওয়াটসনের দখলে রয়েছে দুটো করে সেঞ্চুরির কৃতিত্ব। এবার সেই তালিকায় যুক্ত হলেন রাচিনও।
প্রসঙ্গত, ফাইনালে ভারত আজ চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে বিজয়ী টিমের মুখোমুখি হবে। খেলা হবে দুবাইয়ে। এর আগে গ্রুপের লড়াইয়ে ভারত হারিয়েছিল নিউজিল্যান্ডকে। ফলে কিউয়িরা উঠলে একই মাঠে ফের তাদের মুখোমুখি হবেন রোহিতরা।