শেষ আপডেট: 30th May 2024 15:40
দ্য ওয়াল ব্যুরো: এর আগেও বিশ্বের একনম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেনকে হারিয়েছিলেন রমেশবাবু প্রজ্ঞানন্দ। আবারও অঘটন ঘটিয়েছেন নরওয়ে দাবা টুর্নামেন্টে। ১৮ বছর বয়সি চেন্নাইয়ের এই দাবাড়ুর এইপ্রথম কোনও ক্ল্যাসিক্যাল দাবায় জয়লাভ।
বিশ্ব দাবা আসরে কার্লসেন হারিয়েছিলেন প্রজ্ঞাকে। সেই হারের মধুর প্রতিশোধ নিলেন তিনি। বিশ্বনাথন আনন্দকে টপকে কার্লসেনই এই মুহূর্তে ভারতের সেরা দাবাড়ু। মোট ছয়জন দাবাড়ুকে নিয়ে নরওয়েতে চলছে আন্তর্জাতিক দাবার আসর।
এই ম্যাচে সাদা ঘুঁটি খেলতে নেমে প্রজ্ঞানন্দ তিন রাউন্ড খেলার পরেই কার্লসেনের বিরুদ্ধে জিতে গিয়েছেন। তিনি পেয়েছেন সাড়ে পাঁচ পয়েন্ট। ম্যাচের শুরুতে চাপ বজায় রেখেছিলেন নরওয়ের এই বিখ্যাত দাবাড়ু, যিনি টানা তিনবছর ধরে শীর্ষ স্থান ধরে রেখেছেন। কার্লসেনের বিরুদ্ধে প্রজ্ঞার শক্তি হল ধৈর্য্য, সেটিকে ধরে রেখেই বাজিমাত করেছেন প্রজ্ঞা।
বিশ্বকাপ দাবার প্রতিশোধ কিনা জানতে চাইলে ভারতের উদীয়মান নক্ষত্র বলেছেন, এভাবে বিচার করা উচিত নয়। আমি পরিস্থিতিকে ভালমতন সামলাতে পেরেছি বলেই শেষমেশ জিততে পেরেছি। প্রসঙ্গত, নরওয়ে দাবার আসর শুরু হয়েছে ২৭ মে থেকে, চলবে ১৮ জুন পর্যন্ত।