শেষ আপডেট: 9th March 2025 12:21
দ্য ওয়াল ব্যুরো: ম্যাচ জিতুক ভারত, হেরে যাক টসে। দুবাইয়ের ময়দানে মহারণের আগে এমনই ইচ্ছের কথা জানালেন আর অশ্বিন।
আজকের আগে টস করতে নেমে টানা ১১ বার হেরেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। ছুঁয়েছেন নেদারল্যান্ডস দলের রেকর্ডও। ১২তম বার হারলে ধরে ফেলবে ওয়েস্ট ইন্ডিজের রেকর্ড। যদিও অশ্বিন এই নিয়ে চিন্তিত নন। বরং এর উলটো সুরই শোনা গেল তাঁর গলায়। সদ্য অবসর নেওয়া ভারতীয় স্পিনার জানালেন কিউয়ি অধিনায়ক মিচেল স্যান্টনারই না হয় ঠিক করুন তাঁরা প্রথমে ব্যাট না বল—কোনটা করতে চান। এর ফলে নাকি টিম ইন্ডিয়ার শিবির বাড়তি মনোবল নিয়ে মাঠে নামবে, মনস্তাত্ত্বিক সুবিধাও পাবে।
অশ্বিনের ব্যাখ্যা, ‘আমার মতে, টসে জেতা ভারতীয় দলের লক্ষ্য হওয়া উচিত নয়। ওরা টসে না হয় হেরেই যাক। জিতুক নিউজিল্যান্ড। তারপর ঠিক করুক ব্যাটিং না বোলিং—কোনটা আগে করবে। এর ফলে ভারত একটা কঠিন অবস্থায় পড়বে ঠিকই। কিন্তু সব মিলিয়ে স্বস্তি পাবে। কারণ এর আগে রান ওরা চেজ এবং ডিফেন্ড—দুটো কাজেই সাফল্য পেয়েছে।
লড়াইয়ের আগে ভারত কিছুটা হলেও এগিয়ে রয়েছে, ভবিষ্যদ্বাণী অ্যাশের। কিন্তু সেই এগিয়ে থাকাও খুব বেশি নয়, ৫৪-৪৬ ভারতের পক্ষে, দাবি অশ্বিনের। নিউজিল্যান্ডের বোলাররা এর আগেও ভারতীয় দলকে বিপাকে ফেলেছেন। যে কারণে তারা ভয়ংকর হয়ে উঠতে পারে বলে মত তাঁর।