শেষ আপডেট: 4th February 2025 12:05
দ্য ওয়াল ব্যুরো: একদিনের ক্রিকেটে জাতীয় দলের হয়ে একটিও আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। অথচ চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত দল বাছাইয়ে সেই বরুণ চক্রবর্তীর হয়েই গলা ফাটালেন আর অশ্বিন। ওয়ান ডে না খেললেও টি-২০ ক্রিকেটে নিজের জায়গা পোক্ত করেছেন বরুণ। ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্যসমাপ্ত সিরিজের ৫ ম্যাচে নিয়েছেন ১৪ উইকেট। টুর্নামেন্ট-সেরার খেতাবও জুটেছে। আদতে লেগ স্পিনার। যদিও ‘রহস্য বোলার’ হিসেবে ক্রিকেট দুনিয়ার সমীহ আদায় করেছেন বরুণ।
ইতিমধ্যে অজিত আগরকরের নেতৃত্বে বিসিসিআই নির্বাচকমণ্ডলী চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রভিশনাল লিস্ট’ প্রকাশ করেছেন। কিন্তু সেই তালিকা চূড়ান্ত নয়। চলতি মাসের ১১ তারিখ বাছাই করা ক্রিকেটারদের অন্তিম নাম আইসিসির কাছে পাঠাতে হবে। ইতিমধ্যে প্রভিশনাল লিস্ট, যা পরিবর্তন সাপেক্ষ, সেখানে চারজন স্পিনারকে রেখেছে ভারত। বরুণ আসা মানে আরও এক স্পিনার বেড়ে গিয়ে সিমারের সংখ্যা কমে যাওয়া। সেই ঝুঁকি নিতে কি রাজি হবেন গৌতম গম্ভীর, রোহিত শর্মারা? এখানেই প্রশ্ন তুলেছেন অশ্বিন। তিনি বলেছেন, ‘এই তালিকায় বরুণকে আনা মানে একজন পেসারকে বাদ দেওয়া। সেটা হলে কাকে সরাতে চাইবেন নির্বাচকরা? এর জন্য আমাদের অপেক্ষা করতে হবে।‘
যদিও প্রশ্ন সত্ত্বেও আশার আলো দেখছেন দেশের প্রাক্তন অফ স্পিনার। ‘আমার মনে হয় বরুণের ডাক পাওয়ার ভাল সম্ভাবনা আছে। ও হয়তো জায়গা পাকা করে ফেলতে পারে। প্রভিশনাল লিস্ট বদল হয়। ফলে কারও জায়গায় ওকে খেলানোর সিদ্ধান্ত নেবে বোর্ড।‘—আশাবাদী অশ্বিন।
কিন্তু ওয়ান ডে ক্রিকেটে যিনি একটিও ম্যাচ খেলেননি, তাঁকে আইসিসির এমন হেভিওয়েট টুর্নামেন্টে সরাসরি নামানোর সাহস দেখাবেন নির্বাচকেরা? প্রশ্নের উত্তরে অশ্বিন জানান, হয়তো সেক্ষেত্রে চ্যাম্পিয়ন্স ট্রফির মহড়া হিসেবে ঘরের মাঠে আসন্ন ইংল্যান্ড সিরিজে দেখা দেবেন বরুণ। একেবারে আনকোরা একজনকে আইসিসির মেগা ইভেন্টে খেলানোর জন্য যথেষ্ট সাহস দরকার। যেটা বোর্ড দেখাতে পারবে কি না সন্দেহ। ফলে ইংল্যান্ড সিরিজ, যেখানে এখনও পর্যন্ত বরুণের নাম নেই, সেখানেই ওয়ান ডে-তে অভিষেক হতে পারে তাঁর। এরপর পারফরম্যান্স ভাল হলে মিলতে পারে দুবাই উড়ে যাওয়ার টিকিট। মত অশ্বিনের।