বরুণ চক্রবর্তী-আর অশ্বিন
শেষ আপডেট: 11th March 2025 15:44
দ্য ওয়াল ব্যুরো: সর্বোচ্চ রান সংগ্রাহক নন, ফারাক রচনা করেছেন যে ‘এক্স-ফ্যাক্টর’, তাঁকেই দিতে হত টুর্নামেন্ট-সেরার শিরোপা। রাচিন রবীন্দ্রর বদলে চ্যাম্পিয়ন্স ট্রফির ‘ম্যান অফ দ্য টুর্নামেন্টে’র যোগ্য দাবিদার বরুণ চক্রবর্তীই। সাফ জানালেন আর অশ্বিন।
ভারতীয় দলের সদ্য অবসর নেওয়া স্পিনার শুরু থেকেই সিভি বরুণের হয়ে সওয়াল করে আসছেন। জসপ্রীত বুমরাহ চোটের কারণে টিমের বাইরে চলে যাওয়ার পর রহস্য স্পিনারকে দুবাই সফরে নিয়ে যাওয়ার আর্জি জানান তিনি। পাশপাশি অনুমান করেন, টুর্নামেন্টে হয়তো পাঁচ স্পিনার নিয়েই ময়দানে নামবে টিম ইন্ডিয়া। অশ্বিনের ইচ্ছে ও অনুমান—দুই-ই সত্যি প্রমাণিত হয়েছে।
অথচ চ্যাম্পিয়ন্স ট্রফির দল বাছাইকে ঘিরে বিতর্কের কমতি ছিল না। এমনকী ভারতের দুর্বলতা হিসেবেও বোলিং ইউনিটকেই বেছে নিয়েছিলেন বিশেষজ্ঞদের বড় অংশ। যদিও তাঁদের ভুল প্রমাণিত করেছেন কুলদীপ যাদব, মহম্মদ সামিরা। আর সবাইকে ছাপিয়ে নায়ক হয়ে উঠেছেন যিনি, তাঁর নাম বরুণ চক্রবর্তী। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে মাত্র একটি ওয়ান ডে খেলেছিলেন তিনি। তাও ঘরের মাটিতে। স্রেফ টি-২০ সিরিজে ভাল খেলার সুবাদে ও ঘরোয়া ক্রিকেটে (বিজয় হাজারে ট্রফিতে) ১৮ উইকেট নেওয়ার কারণে দুবাইগামী বিমানে চড়ার ছাড়পত্র পান বরুণ।
এই সমস্ত বিষয়কে এক জায়গায় এনে অশ্বিন বলেছেন, ‘গোটা টুর্নামেন্টও খেলেনি বরুণ। মাত্র তিনটি ম্যাচ খেলেছে। তাতেই ৯ উইকেট নিয়েছে। সত্যি বড় ফারাক গড়ে দিয়েছে। ও না থাকলে অন্য রকম খেলা হত। ভারতীয় দলে বরুণই এক্স-ফ্যাক্টর এবং অভিনবত্ব আমদানি করেছে। আমি বিচারক হলে ওকেই সিরিজ-সেরার খেতাব দিতাম। ও নিজেই সবচেয়ে বড় পার্থক্য।‘
কীভাবে ভারতের গোপন অস্ত্র হয়ে উঠেছেন সিভি বরুণ? বিশ্লেষণ করতে গিয়ে অশ্বিনের বক্তব্য, ‘শুধু গ্লেন ফিলিপসের আউট হওয়াটা দেখুন। ফিলিপস স্ট্যাম্প কভার করেনি। তাই বরুণ ক্রিজের ধার ঘেঁষে বল করতে সরে যায় এবং গুগলি দেয়। আমার মতে, বরুণই সিরিজের সেরা খেলোয়াড়। আর এই অ্যাওয়ার্ড এমন কাউকে দেওয়া উচিত যে পার্থক্য রচনা করেছে।‘