শেষ আপডেট: 25th November 2023 12:55
দ্য ওয়াল ব্যুরো: ডিসেম্বরেই দক্ষিণ আফ্রিকায় গিয়ে টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলবে ভারত। তার আগে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজ খেলছে তারা। যদিও এই সিরিজে বিশ্রামে পাঠানো হয়েছে দলের প্রায় সব সিনিয়র ক্রিকেটারকেই। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিনিয়র দলই নামাবে ভারত, তা বলা বাহুল্য। সেই সিরিজের আগে ভারতীয় 'এ' দল প্র্যাকটিস ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা 'এ' দলের বিরুদ্ধে। সেই দলে জায়গা পেলেন চেতেশ্বর পূজারা, রবিচন্দ্রন অশ্বিন, অজিঙ্কা রাহানের মতো ক্রিকেটাররা!
বিসিসিআই সূত্রে খবর, প্রোটিয়াদের বিরুদ্ধে তিনটি চারদিনে টেস্ট ম্যাচ খেলবে ভারতীয় এ দল। ডিসেম্বর মাসেই এই ম্যাচগুলো হবে। ২৬ ডিসেম্বর থেকে সেঞ্চুরিয়ানের শুরু হওয়া টেস্ট ম্যাচ খেলার আগে ভারতীয় 'এ' দল খেলবে এই সিরিজ। বেশিরভাগ তরুণ ক্রিকেটারকে মাথায় রেখেই তৈরি করা হবে ভারতীয় 'এ' দল। তবে সেখানে কয়েকজন সিনিয়র ক্রিকেটারও থাকবেন।
ভারত সেঞ্চুরিয়ান ছাড়াও কেপটাউনেও একটি টেস্ট ম্যাচ খেলবে। সেটি শুরু হবে ২০২৪ সালের ৩ জানুয়ারি থেকে। দক্ষিণ আফ্রিকা সফর শেষের পর ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে ভারত। তাই সেই সিরিজের প্রস্তুতিও শুরু হবে জানুয়ারি মাস থেকেই। সব দিক ভাবনাচিন্তা করেই ভারতীয় 'এ' দল তৈরি করা হবে।
শোনা যাচ্ছে, রাহানে, অস্বিন, পূজারা ছাড়াও ভারতীয় 'এ' দলে খেলতে পারেন অভিমন্যু ঈশ্বরন, বি সাই সুদর্শন, যশ ধুল, কেএস ভরতের মতো ক্রিকেটাররা। তাঁদের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে মূল দল তৈরি করা হবে। ক্রিকেট বিশেষজ্ঞদের কথায়, মূল দলে রাহানাদের ভাবা হয়েছে। তাই আগেভাগেই তাঁদের ওদেশে পাঠানো হচ্ছে।