ইস্টবেঙ্গলের হয়ে প্রথম গোল করলেন পিভি বিষ্ণু
শেষ আপডেট: 24 January 2025 14:42
দ্য ওয়াল ব্যুরো : কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে শুরুতেই এগিয়ে গেল ইস্টবেঙ্গল এফসি। শুক্রবার কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে এই ম্য়াচের আয়োজন করা হয়েছে। হোম ক্রাউডের সামনে পিভি বিষ্ণু কার্যত একক দক্ষতায় গোল করে দলকে এগিয়ে দেন। এই মুহূর্তে ইস্টবেঙ্গল ১-০ গোলে এগিয়ে রয়েছে। কতক্ষণে ইনস্যুরেন্স গোল করতে পারেন লাল-হলুদ ফুটবলাররা, সেটাই আপাতত দেখার।
ম্যাচের ২১ মিনিটে আসে ইস্টবেঙ্গলের সেই কাঙ্খিত গোল। ক্যাপ্টেন ক্লেইটন কার্যত মাঝমাঠ থেকে বলটা বাড়িয়েছিলেন। লম্বা শট থেকে বলটা রিসিভ করার পর বিষ্ণু বলে ছোট দুটো টাচ করেন। অল্প সময়ের মধ্যেই যেভাবে গতি বাড়িয়ে তিনি কেরালার বক্সের মধ্যে ঢুকলেন, সেটা কার্যত দেখার মতো ছিল। শেষবেলায় লাল-হলুদের এই রাইট-উইঙ্গার পায়ের ছোট একটা টোকায় বলটা গোলকিপারের মাথার উপর দিয়ে বাড়িয়ে দেন। সঙ্গে সঙ্গে গোওওওওললল বলে চিৎকার করে ওঠে গোটা বিবেককানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন।
তবে এক্ষেত্রে কেরালা ব্লাস্টার্সের রক্ষণভাগের ব্যর্থতার কথা আলাদা করে বলতেই হবে। তাদের গোলকিপার সচিন সুরেশ অনেকটা সামনের দিকে এগিয়ে এলেও করু সিংয়ের সামনে বলটা আটকানোর সুযোগ কিন্তু অনেকটাই ছিল। কারণ বলের গতি অনেকটাই কম ছিল। কিন্তু, সেটাও তিনি আটকাতে পারেননি। যাইহোক, ইস্টবেঙ্গলের তিন পয়েন্ট নিয়ে দরকার। সেটা যেভাবেই আসুক না কেন। এই গোল অস্কার ব্রুজোঁকে অনেকটাই স্বস্তিতে রাখবে।
লাল-হলুদ ব্রিগেড আপাতত লিগ টেবিলের শীর্ষ দশের মধ্যে কোনওরকমে মাথা গলাতে চাইছে। গত তিনটে ম্যাচ পরপর হেরেছে লাল-হলুদ ব্রিগেড। আর এই হারের কারণেই মশালবাহিনী প্লে-অফের দৌড় থেকে কার্যত ছিটকে পড়েছে। লিগ পর্যায়ে অস্কার ব্রুজোঁর দলের কাছে আর ৮ ম্যাচ বাকি রয়েছে। প্লে-অফের আশা বাঁচিয়ে রাখতে গেলে বাকি ম্যাচগুলো জেতা ছাড়া ইস্টবেঙ্গলের কাছে আর কোনও রাস্তাই খোলা নেই।