Date : 10th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
গুগল ক্রোমের জনপ্রিয়তা কমিয়ে দিতে পারে ওপেন এআই-এর এই ওয়েব ব্রাউজার, কবে আসছে?মেট্রোয় ফের বিভ্রাট! অফিস টাইমে বিপর্যস্ত লাইফলাইন, লোকাল ট্রেনের উদাহরণ টানছেন যাত্রীরাবেটিং অ্যাপের প্রচার! রানা দগ্গুবতী, বিজয়ের বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা, তদন্তে ইডিস্কুলের শৌচাগারে রক্ত! পিরিয়ড হয়েছে কিনা দেখতে জামা খুলিয়ে পরীক্ষা ছাত্রীদের, নিন্দা দেশজুড়েতিন বছরের চুক্তিতে রাজস্থান থেকে ইস্টবেঙ্গলে এলেন মার্তান্ড রায়না'তোমার নাকটা বাঁকা, আগে ঠিক করে এসো', 'আন্দাজ' ছবির আগে প্রিয়াঙ্কাকে বলেছিলেন সুনীল দর্শনবাংলা প্রশ্ন-বিতর্কে একটা ‘সেনটেন্সে’র অস্পষ্টতা কাটাতে অনেক ‘বাক্য’ খরচ করলেন প্রসেনজিৎসন্দেহের জেরে প্রেমিকার গলা কেটে খুন যুবকের! মুখে টেপ বাঁধা, গলা কাটা অবস্থায় উদ্ধার শিশুজীর্ণ দশা ও টোল ট্যাক্স ফাঁকি, সেতু ভাঙার হুঁশিয়ারি কানে তোলেনি গুজরাত সরকার, মৃত বেড়ে ১৩রাস্তাঘাটে অনুমতি না নিয়ে যার তার ছবি তুললে এমনটাই হয়, সোজা শ্রীঘরে

East Bengal FC : অসাধারণ গোল বিষ্ণুর, একক দক্ষতায় এগিয়ে দিলেন ইস্টবেঙ্গলকে

বিষ্ণুর গোলে আপাতত এগিয়ে ইস্টবেঙ্গল

East Bengal FC : অসাধারণ গোল বিষ্ণুর, একক দক্ষতায় এগিয়ে দিলেন ইস্টবেঙ্গলকে

ইস্টবেঙ্গলের হয়ে প্রথম গোল করলেন পিভি বিষ্ণু

শেষ আপডেট: 24 January 2025 14:42

দ্য ওয়াল ব্যুরো : কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে শুরুতেই এগিয়ে গেল ইস্টবেঙ্গল এফসি। শুক্রবার কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে এই ম্য়াচের আয়োজন করা হয়েছে। হোম ক্রাউডের সামনে পিভি বিষ্ণু কার্যত একক দক্ষতায় গোল করে দলকে এগিয়ে দেন। এই মুহূর্তে ইস্টবেঙ্গল ১-০ গোলে এগিয়ে রয়েছে। কতক্ষণে ইনস্যুরেন্স গোল করতে পারেন লাল-হলুদ ফুটবলাররা, সেটাই আপাতত দেখার।

ম্যাচের ২১ মিনিটে আসে ইস্টবেঙ্গলের সেই কাঙ্খিত গোল। ক্যাপ্টেন ক্লেইটন কার্যত মাঝমাঠ থেকে বলটা বাড়িয়েছিলেন। লম্বা শট থেকে বলটা রিসিভ করার পর বিষ্ণু বলে ছোট দুটো টাচ করেন। অল্প সময়ের মধ্যেই যেভাবে গতি বাড়িয়ে তিনি কেরালার বক্সের মধ্যে ঢুকলেন, সেটা কার্যত দেখার মতো ছিল। শেষবেলায় লাল-হলুদের এই রাইট-উইঙ্গার পায়ের ছোট একটা টোকায় বলটা গোলকিপারের মাথার উপর দিয়ে বাড়িয়ে দেন। সঙ্গে সঙ্গে গোওওওওললল বলে চিৎকার করে ওঠে গোটা বিবেককানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন। 

তবে এক্ষেত্রে কেরালা ব্লাস্টার্সের রক্ষণভাগের ব্যর্থতার কথা আলাদা করে বলতেই হবে। তাদের গোলকিপার সচিন সুরেশ অনেকটা সামনের দিকে এগিয়ে এলেও করু সিংয়ের সামনে বলটা আটকানোর সুযোগ কিন্তু অনেকটাই ছিল। কারণ বলের গতি অনেকটাই কম ছিল। কিন্তু, সেটাও তিনি আটকাতে পারেননি। যাইহোক, ইস্টবেঙ্গলের তিন পয়েন্ট নিয়ে দরকার। সেটা যেভাবেই আসুক না কেন। এই গোল অস্কার ব্রুজোঁকে অনেকটাই স্বস্তিতে রাখবে। 

লাল-হলুদ ব্রিগেড আপাতত লিগ টেবিলের শীর্ষ দশের মধ্যে কোনওরকমে মাথা গলাতে চাইছে। গত তিনটে ম্যাচ পরপর হেরেছে লাল-হলুদ ব্রিগেড। আর এই হারের কারণেই মশালবাহিনী প্লে-অফের দৌড় থেকে কার্যত ছিটকে পড়েছে। লিগ পর্যায়ে অস্কার ব্রুজোঁর দলের কাছে আর ৮ ম্যাচ বাকি রয়েছে। প্লে-অফের আশা বাঁচিয়ে রাখতে গেলে বাকি ম্যাচগুলো জেতা ছাড়া ইস্টবেঙ্গলের কাছে আর কোনও রাস্তাই খোলা নেই।


ভিডিও স্টোরি