শেষ আপডেট: 25th January 2025 17:26
দ্য ওয়াল ব্যুরো : চলতি ইন্ডিয়ান সুপার লিগে ইস্টবেঙ্গল এফসি অনেকটাই ব্যাকফুটে রয়েছে। এখনও পর্যন্ত সুপার সিক্স তারা কনফার্ম করতে পারবে কি না, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। ইতিমধ্যে শুক্রবার (২৪ জানুয়ারি) আয়োজিত গত ম্য়াচে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ইস্টবেঙ্গল ২-১ গোলে জয়লাভ করেছে। এই জয় দলকে সামান্য হলেও অক্সিজেন দিতে পেরেছে। লাল-হলুদের এই জোড়া গোলের মধ্যে একটি করেছেন পিভি বিষ্ণু।
ম্যাচের শেষে তিনি স্পষ্টই জানালেন টানা তিনটে ম্য়াচে হারের আক্ষেপ তাঁর একেবারে কাটেনি। বললেন, 'আমরা হয়ত এই ম্যাচটা ভাল খেলেছি। কিন্তু, আরও ভাল আমরা খেলতে পারতাম। আরও বেশি গোল করতে পারতাম।'
প্রসঙ্গত, ম্যাচের ২১ মিনিটে আসে ইস্টবেঙ্গলের সেই কাঙ্খিত গোল। ক্যাপ্টেন ক্লেইটন কার্যত মাঝমাঠ থেকে বলটা বাড়িয়েছিলেন। লম্বা শট থেকে বলটা রিসিভ করার পর বিষ্ণু বলে ছোট দুটো টাচ করেন। অল্প সময়ের মধ্যেই যেভাবে গতি বাড়িয়ে তিনি কেরালার বক্সের মধ্যে ঢুকলেন, সেটা কার্যত দেখার মতো ছিল। শেষবেলায় লাল-হলুদের এই রাইট-উইঙ্গার পায়ের ছোট একটা টোকায় বলটা গোলকিপারের মাথার উপর দিয়ে বাড়িয়ে দেন। সঙ্গে সঙ্গে গোওওওওললল বলে চিৎকার করে ওঠে গোটা বিবেককানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন।
From Kerala to the City of Joy, PV Vishnu has become one of our own! Watching him score twice against his hometown team this season was pure magic. Our Very Own Star Boy proud to call him family! ❤️????????????@ebbu1920 @eastbengal_fcpic.twitter.com/0Evg1lYm8h
— Ayan Dutta (@im_ayandutta) January 25, 2025
এই ম্যাচে পিভি বিষ্ণুর হাতেই সেরা ফুটবলারের পুরস্কার তুলে দেওয়া হয়। তিনি আরও যোগ করেন, 'এই জয়টা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ এর আগে আমরা তিনটে ম্য়াচে পরপর হেরেছিলাম। একেবারে সামান্য ভুলের কারণে ম্য়াচগুলো আমাদের হাতছাড়া হয়ে গিয়েছিল। কিন্তু, তবে আশা করব যে এই জয়টা দলের প্রত্যেক ফুটবলারের আত্মবিশ্বাস ফিরিয়ে আনবে। আমরা আপাতত পরের ম্য়াচে ফোকাস করছি।'
Hear what the Player of the Match had to say after last night's win! ????️#JoyEastBengal #ISL #EBFCKBFC #VishnuPV pic.twitter.com/UmUhO4eX1y
— East Bengal FC (@eastbengal_fc) January 25, 2025
লিগ টেবিলে ইস্টবেঙ্গল ১১ নম্বরে থাকলেও, ১৭ পয়েন্ট তারা সংগ্রহ করতে পেরেছে। এই জায়গা থেকেই শুক্রবার অস্কারকে প্রশ্ন করা হয়েছিল, এখনও সুপার সিক্সের স্বপ্ন তিনি দেখছেন কি না। জবাবে অস্কার বলেন, 'আমাদের এই দলটার মধ্যে আরও ভাল খেলার ক্ষমতা রয়েছে। পয়েন্ট টেবিলে আরও ওপরে থাকার যোগ্যতা রয়েছে। দলের ফুটবলারদের সবসময় আমি একটা কথাই বলি, এখন যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, সেটা আমাদের প্রাপ্য নয়। এখনও সুযোগ হাতছাড়া হয়নি। এখনও ৭-৮ ম্যাচ আমরা খেলতে পারব। সেখানেই দেখিয়ে দাও যে একেবারে উপরে না উঠতে পারলেও, পয়েন্ট টেবিলের নীচে দাঁড়িয়ে থাকার জন্য ইস্টবেঙ্গল এই টুর্নামেন্ট খেলতে আসেনি।'