শেষ আপডেট: 24th January 2025 22:24
দ্য ওয়াল ব্যুরো : অলিম্পিক্স টুর্নামেন্টে ভারতের জোড়া পদকজয়ী শাটলার পিভি সিন্ধু একটি ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থার সঙ্গে চার বছরের আর্থিক চুক্তি করেছেন। সূত্র মারফৎ জানা গিয়েছে, এই চুক্তি অনুসারে তিনি প্রতি বছর ৪ কোটি টাকা করে পাবেন। শোনা যাচ্ছে, সিন্ধুর সঙ্গে আপাতত নাকি দুটো ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থার কথাবার্তা চলছে। তারমধ্যে একটি সিন্ধুকে চার বছরের এই আর্থিক চুক্তির প্রস্তাব দিয়েছে। ইতিপূর্বে সিন্ধু লি নিং নামে একটি ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থার ব্র্যান্ড অ্য়াম্বাসাডার ছিলেন। সেই চুক্তির মেয়াদ ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। সম্প্রতি বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশনের ওয়ার্ল্ড ট্যুর সার্কিটে সিন্ধু গড়পড়তা পারফরম্যান্স করেছিলেন।
গত বছর ডিসেম্বর মাসে সৈয়দ মোদী ইন্ডিয়া ইন্টারন্যাশনাল খেতাব জয়ের হাত ধরে সিন্ধুর ২ বছরের ট্রফির খরা কেটেছিল। এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে তিনি চিনের উ লুও ইউকে পরাস্ত করেন। এরপর বছরের শুরুতেই লখনউয়ে আয়োজিত ইন্ডিয়া ওপেনের কোয়ার্টার ফাইনালেও উঠেছইলেন তিনি। পাশাপাশি ইন্দোনেশিয়া মাস্টার্সে তাঁর পারফরম্যান্স যথেষ্ট হতাশা বাড়ায়। প্রথম রাউন্ডেই ভিয়েতনামের এনগুয়েন থুই লিনের কাছে হেরে যান ভারতের এই মহিলা শাটলার।
আপাতত সিন্ধুর টার্গেট ব্যাডমিন্টন এশিয়া মিক্সড টিম চ্যাম্পিয়নশিপ। ১৪ সদস্যের এই ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন সিন্ধু। এই দলে রয়েছেন প্যারিস অলিম্পিক্সের সেমিফাইনালিস্ট লক্ষ্য সেনও। আগামী ১১ থেকে ১৬ ফেব্রুয়ারি চিনের কিংডাও প্রদেশে এই টুর্নামেন্ট আয়োজন করা হবে।
গতবার অর্থাৎ ২০২৩ সালে দুবাইয়ে আয়োজিত এই চ্যাম্পিয়শিপে ভারত ব্রোঞ্জ পদক জয় করেছিল। এবার যে টিম ইন্ডিয়া পদকের রং বদলাতে চাইবে, তা চোখ বন্ধ করে বলা যেতে পারে।
পুরুষ : লক্ষ্য সেন, এইচএস প্রণয়, সাত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি, চিরাগ শেঠি, ধ্রুব কপিলা, এমআর অর্জুন, সতীশ কুমার কে।
মহিলা : পিভি সিন্ধু, মালবিকা বানশোড, গায়ত্রী গোপীচাঁদ, ত্রিশা জলি, অশ্বিনী পোনাপ্পা, তনিশা ক্রাস্তো এবং আদ্যা ভারিয়াত।